তাইজুল-সানজামুলের ঘূর্ণি জাদুতে '৪ সেশনেই' জিতল রাজশাহী

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-03-30T12:19:19+06:00
আপডেট হয়েছে - 2021-03-30T12:19:19+06:00
মাত্র একদিন ও এক সেশনেই ইনিংস ব্যবধানে জয় ছিনিয়ে নিলো রাজশাহী বিভাগ। বরিশাল বিভাগকে তারা হারিয়েছে ইনিংস ও ৯ রানের ব্যবধানে। রাজশাহীর পক্ষে স্পিন জাদু দেখিয়েছেন তাইজুল ইসলাম ও সানজামুল ইসলাম। বরিশালের সোহাগ গাজীও ঘূর্ণি জাদু দেখিয়েছিলেন কিন্তু ম্যাচ হারায় তা বিফলে গিয়েছে।

ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নং মাঠে মুখোমুখি হয়েছিল বরিশাল ও রাজশাহী। প্রথম ইনিংসে আগে ব্যাটিং করতে নেমে বরিশাল অলআউট হয়েছিল ৮২ রানে। রাজশাহীর পক্ষে সানজামুল ও তাইজুল ৪টি করে উইকেট শিকার করেছিলেন। বরিশালের পক্ষে সর্বোচ্চ ১৮ রান এসেছিল মঈন খানের ব্যাট থেকে।
প্রথম ইনিংসে ব্যাট হাতে বিপাকে পড়েছিল রাজশাহীও। যদিও দলটির পক্ষে দুর্দান্ত শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম। তিনি আউট হন ৩৬ বলে ৩৬ রান করে। তারপরেই গাজীর স্পিন ঘূর্ণিতে লুটিয়ে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। নবম উইকেটে ৬৮ রানের জুটি গড়ে রাজশাহীকে লিড এনে দেন জুনায়েদ সিদ্দিক ও তাইজুল ইসলাম। সেই লিডের ওপর ভর করেই ম্যাচ জিতল রাজশাহী।
রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন জুনায়েদ। তাইজুলের ব্যাট থেকে এসেছিল ৩৭ রান। রাজশাহী অলআউট হয় ১৫১ রানে। প্রথম ইনিংসে তারা পায় ৬৯ রানের লিড। বরিশালের গাজী শিকার করেন ৬টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আরও করুণ পরিস্থিতিতে পড়ে বরিশাল। এবারও আঘাত হানেন সেই তাইজুল আর সানজামুলই। তাদের দুইজনের ঘূর্ণি জাদুতে বরিশাল অলআউট হয়েছে কেবল ৬০ রানে। ফলে ৯ রান ও ইনিংস ব্যবধানে জয় ছিনিয়ে নিলো রাজশাহী।
দ্বিতীয় ইনিংসে সানজামুল ১৫ রানের বিনিময়ে ৬টি ও তাইজুল ২৩ রানের ব্যবধানে শিকার করেছেন ৪টি উইকেট। বরিশালের পক্ষে সর্বোচ্চ ২৮ রান আসে মঈনুল ইসলামের ব্যাট থেকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বল হাতে ৮টি উইকেট ও ব্যাট হাতে ৩৭ রান সংগ্রহ করা তাইজুল।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।সংক্ষিপ্ত স্কোর
বরিশাল
৮২/১০ (২৯.৩ ওভার, প্রথম ইনিংস)
মঈন ১৮, সালমান ১৩, মঈনুল ১২, গাজী ১১;
সানজামুল ৪/১৮, তাইজুল ৪/৩৯।
রাজশাহী
১৫১/১০ (৪৮.৫ ওভার, প্রথম ইনিংস)
জুনায়েদ ৪৩, তাইজুল ৩৭, তামিম ৩৬, জহুরুল ১৫;
গাজী ৬/৬৫।
বরিশাল
৬০/১০ (৩৪ ওভার, দ্বিতীয় ইনিংস)
মঈনুল ২৮, কামরুল রাব্বি ১৪;
সানজামুল ৬/১৫, তাইজুল দ৪/২৩।
রাজশাহী ৯ রান ও ইনিংস ব্যবধানে জয়ী।