██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

তামিমকে নিয়েই যত পরিকল্পনা জিম্বাবুয়ের

তামিমকে নিয়েই যত পরিকল্পনা জিম্বাবুয়ের

প্রকাশিত হয়েছে - 2020-03-09T11:32:58+06:00

আপডেট হয়েছে - 2020-03-09T11:32:58+06:00

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। অবধারিতভাবেই ঘরে মাঠে সফরকারীদের থেকে ঢের এগিয়ে টাইগাররা। তবে এ ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না জিম্বাবুয়েও। তামিম ইকবালকে ফিরিয়ে ম্যাচের লাগাম নিজেদের কাছে নিতে চায় তারা।
তামিমকে নিয়েই যত পরিকল্পনা জিম্বাবুয়ের
সম্প্রতি ব্যাট হাতে বেশ ছন্দে আছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে একবার ব্যাটিং করার সুযোগ পেয়ে ৪১ রান করেন তিনি। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরির সাথে করেছেন ৩১০ রান। যে কারণে কুঁড়ি ওভারের ক্রিকেটেও তামিমকে হুমকি হিসেবে দেখছেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক শন উইলিয়ামস।
সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে উইলিয়ামস বলেন,
‘জয়ের ব্যাপারে আমরা শতভাগ বিশ্বাসী। আমরা তামিমকে দ্রুত ফেরাতে পারলে, যে কোনো কিছুই হতে পারে। সবশেষ টি-টোয়েন্টি ম্যাচে রায়ান বার্ল বাউন্ডারিতে দারুণ একটি ক্যাচ নিয়েছে, এরকম একটি মুহূর্তে দারুণ কিছু বদলে দিতে পারে।’
তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে নামার আগে মানসিকভাবে একটু পিছিয়ে আছে জিম্বাবুয়ে। টেস্টের পর ওয়ানডে সিরিজেও প্রতিরোধ গড়তে না পারার হতাশা কাজ করছে দলটির মধ্যে। যদিও সব ভুলে এখন মাঠের ক্রিকেটেই নজর দিচ্ছেন উইলিয়ামস।
এ প্রসঙ্গে উইলিয়ামস বলেন,
‘শুধু বোলিং নয়, আমাদের ব্যাটিং, ফিল্ডিং সবই ধুঁকছে। মৌলিক দিকগুলোয় আমরা ভালো করতে পারিনি। ছোট ছোট ব্যাপারগুলোই বড় পার্থক্য গড়ে দেয়। আমরা এখানে নিজেদের হতাশ করেছি। এসব নিয়ে সবার সঙ্গে আমি কথা বলেছি, আমরা কাজ করছি। এখানে আমি কোনো ছাড় দিতে দিতে চাই না এবং শৃঙ্খলা ফিরে আসতে দেখতে চাই।’
‘আমার মতে, মূল পার্থক্য স্কিলে। আমাদের স্কিল ভালো ছিল না। আবারও বলছি, মৌলিক জায়গাগুলোয় আমরা খুবই বাজে ছিলাম। ওয়ানডেতে দুটি নতুন বলে দুই প্রান্ত থেকে বোলিং, আমরা উইকেট নিতে পারিনি। আবার, স্পিনাররা যেহেতু মাঝে উইকেট নিতে পারেনি, শেষ দিকে পেসারদের কাজ হয়ে পড়েছে কঠিন। নতুন বলে তাই আমাদের উন্নতি করতে হবে এবং তা যত দ্রুত সম্ভব।’
সাথে যোগ করেন তিনি।
more

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.