‘তাসকিন এলে ভ্যারিয়েশন বাড়বে’

প্রকাশিত হয়েছে - 2019-05-11T17:34:05+06:00
আপডেট হয়েছে - 2019-05-12T10:41:22+06:00

সকাল থেকেই গুঞ্জন উঠেছে- রাহীর পরিবর্তে স্কোয়াডে জায়গা পেতে পারেন ফাস্ট বোলার তাসকিন। তবে বিষয়টি বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হলে পরিস্কার করে কিছুই জানাননি। ঠিক কী কারণে জায়গা পেতে পারেন তাসকিন? কার পছন্দেই বা দলে ঢুকতে পারেন? এই বিষয়ে পাপন জানান-




'কোচের একটা পছন্দ আছে, অবশ্যই। ভ্যারিয়েশনের দিক থেকে কোচ মনে করেন তাসকিন হলে ভালো হয়। তবে হ্যাঁ, মাশরাফি হোক বা কোচ হোক সবাই কিন্তু এটাও স্বীকার করে- দলে আসা না আসা নির্ভর করে তার ফিটনেস ও ফর্মের উপর।'
শেষ পর্যন্ত তাসকিন দলে ঢুকলেও একাদশে যে জায়গা পাবে সেই বিষয়েও নিশ্চিত নয়। কেননা পেস বোলিং অ্যাটাকে মাশরাফির পাশাপাশি মুস্তাফিজ ও সাইফউদ্দিনের থাকাটা একপ্রকার নিশ্চিত। এছাড়াও রুবেলও রয়েছেন স্কোয়াডে। বিসিবি প্রধান তাসকিনের সম্ভবনার কথাই জানান।





'মূল স্কোয়াডে কারো আসার সম্ভাবনা আমি দেখি না
, আপনাদেরকে তো আগেই বললাম। আপনারা যা বলছেন- রিজার্ভ বেঞ্চে কে আছে। মেইন স্কোয়াড থেকে মাশরাফিকে আমরা বসাবো? ইঞ্জুরড না হলে বসাবো না। মুস্তাফিজকেও আমরা বসাবো না। সাইফউদ্দিন ভালো করছে, সে খেলার সম্ভাবনাই বেশি। সাইফউদ্দিন যদি না খেলতে পারে, রুবেল খেলবে। কাজেই তার পরে কী হবে ওটা তো অনেক পরের ব্যাপার।'
'অতিরিক্ত কে খেলবে এটা দেখার জন্য এখনো সময় আছে। আমার মনে হয় না এখনই আমাদের ধরে বলে দিতে হবে যে অমুক আসছে বা অমুক বাদ যাচ্ছে। ২২ তারিখের আগে দল ইংল্যান্ডে দল থাকবে ৫ দিন
, দেখি না... সময় তো আছে। এখনই বলার মত কোনো কারণ নেই। তবে লজিক তো আপনাদের বলেছি। তাদের লজিক হচ্ছে তাসকিন এলে ভ্যারিয়েশন বাড়বে।'
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।