তাসকিন কঠোর পরিশ্রমী, ভালো ছাত্র: ওয়াকার

প্রকাশিত হয়েছে - 2019-01-29T20:22:35+06:00
আপডেট হয়েছে - 2019-01-29T20:22:35+06:00
চোটের সাথে লড়াই তো ছিলই, লড়াই ছিল ফর্মের সাথেও। বিপিএলের ষষ্ঠ আসর শুরু হওয়ার আগে তাসকিন আহমেদকে নিয়ে খুব বেশি ভাবার লোক ছিলেন কম। অথচ সেই তাসকিনই এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে আলোচিত বোলার।

তারকা এই পেসার বদলে গিয়েছেন মূলত সিলেট সিক্সার্সে খেলতে গিয়েই। আর এই দলের প্রধান কোচ
ের সাবেক কিংবদন্তী পেসার ওয়াকার ইউনিসই তাসকিনের পরিবর্তনের পেছনের ব্যক্তি।
তবে ওয়াকার মনে করেন, তাসকিনের বর্তমান সময়ের দারুণ ফর্মের পেছনে তার অবদানের চেয়েও বেশি কৃতিত্ব তাসকিনের পরিশ্রমের। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তাসকিনকে ভালো ছাত্র হিসেবেও আখ্যা দেন তিনি।
ওয়াকার বলেন,
‘
আমি তাসকিনের আমূল কোনো পরিবর্তন আনিনি
।
তাসকিন নিজের থেকেই সাফল্য পেয়েছে
।’
তবে ইনজুরি থেকে ফেরা তাসকিনকে ফিট থাকার দিকে মনোযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। একইসাথে সবাইকে জানিয়েছেন তাসকিনের প্রতি সাহস যোগাযোগ তাগিদ।
ওয়াকার বলেন,
‘
ও কঠোর পরিশ্রমী এবং ভালো ছাত্র
।
বাংলাদেশ দলে ফিরতে মুখিয়ে ছিল
।
মাত্রই ইনজুরি থেকে ফিরেছে ও
।
এ সময়গুলোতে ইনজুরির চিন্তা আবার আসতে পারে
।
তাই ওর সাহস বাড়ানোর প্রয়োজন ছিল
।’
তাসকিনের জেদ ও লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রমই তাকে আবারও ট্র্যাকে ফিরিয়ে এনেছে বলে মনে করেন দুই বছর ধরে সিলেট সিক্সার্সের মেন্টর ও কোচ হিসেবে কাজ করা ওয়াকার,
‘
আপনি যদি এরকম কোনো জেদ নিজে থেকে করে রাখেন এবং সেটা পূরণে কঠোর পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন
।
এটাই ওর সাথে হয়েছে
।’
এ সময় চট্টগ্রামের পিচ নিয়েও কথা বলেন ওয়াকার ইউনিস। ঢাকায় রান খরা থাকলেও চট্টগ্রামের ম্যাচগুলো দেখছে রান ফোয়ারা। ওয়াকার বলেন,
‘
চট্টগ্রামের উইকেট টি-২০ ক্রিকেটের জন্য দারুণ
।
এই মাঠ কিন্তু মোটেও ছোট নয়
।
রান আসছেও প্রচুর
।
১৮০-১৯০ নিয়মিতই হচ্ছে
।
দর্শকদের জন্যও এটা খুব ভালো
।
আপনারা দেখছেন চট্টগ্রামে কিন্তু প্রচুর দর্শক আসছে খেলা দেখতে
।’