দক্ষিণ আফ্রিকায় ভালো করতে তামিমের অনুপ্রেরণা নিউজিল্যান্ডের টেস্ট জয়

প্রকাশিত হয়েছে - 2022-03-09T15:44:23+06:00
আপডেট হয়েছে - 2022-03-09T15:44:23+06:00
দক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড বাংলাদেশের পক্ষে নয়। তবে এবার তা পরিবর্তন করতে চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অতীত রেকর্ড পরিবর্তনে তামিম অনুপ্রেরণা নিচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় থেকে।
[caption id="attachment_193056" align="aligncenter" width="800"]

তামিম ইকবাল। ছবি : বিডিক্রিকটাইম[/caption]
২০১৭ সালের পর আবারও দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। গতবার টেস্টে ভরাডুবির পর ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও ধবল-ধোলাই হয়েছিল বাংলাদেশ। সেবার প্রোটিয়া দলে এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি, হাশিম আমলা ও স্টেইনের মতো তারকা ক্রিকেটার থাকলেও এবার তাঁরা নেই।
তাঁরা না থাকলেও বর্তমান দক্ষিণ আফ্রিকা যে সহজ প্রতিপক্ষ হবে ব্যাপারটি মোটেও তেমন নয়। অধিনায়ক হিসেবে এবারই প্রথম দক্ষিণ আফ্রিকা যাবেন তামিম। যেখানে টাইগারদের অতীত রেকর্ড খুবই বাজে, এবার তা পরিবর্তনের লক্ষ্য নিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।“দেখুন, ওয়ানডে ক্রিকেটে আমরা এমন একটা স্টেজে আছি যেখানে জেতা ছাড়া উচিত হবে না। অবশ্যই আমরা জেতার জন্যই যাব। এটাও সত্যি আমাদের রেকর্ডও সেখানে ভালো না। বাট রেকর্ড জিনিসটাই এমন যেকোনো সময়ে পরিবর্তন হতে পারে। একটা গ্রেট এক্সামপল হলো- নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা কোনোদিনই তেমন ভালো করতে পারিনি। তবে আমরা এটা পরিবর্তন করতে পেরেছি।”
“এটাই আশা করব যে রেকর্ডটা দক্ষিণ আফ্রিকায় আছে, তা যেন পরিবর্তন করতে পারি। আমরা সবাই জানি এটা খুবই চ্যালেঞ্জিং। এমন না যে আমি কোনো সময় এটা বলে যাব আমরা ভালো ক্রিকেট খেলতে চাই যেটা আমরা ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। তা করার যা যা করার প্রয়োজন আমি তা করব। তারপরও যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা আরও কঠোর পরিশ্রম করব।”
[caption id="attachment_187129" align="aligncenter" width="700"]

মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছেন তামিম।[/caption]
বিদেশের মাটিতে বাংলাদেশ ভালো করতে পারে তার জ্বলন্ত উদাহরণ
। সেই টেস্টের দলে ছিলেন না তামিম, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। যে কারণে তামিমের বিশ্বাস অভিজ্ঞ দল নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ভালো করা সম্ভব।
তবে ভালো করতে হলে যে খেলোয়াড়দের নিজেদের মাঝেও বিশ্বাসটা থাকতে হবে। অধিনায়ক হিসেবে তামিম মনে করেন, তাঁর দলের সকল খেলোয়াড়দের মধ্যে সেই বিশ্বাস তৈরি হয়েছে। যা তিনি কাজে লাগাতে চান।
“জিততে পারি এটা কিন্তু আমরা বিভিন্ন ফরম্যাটে প্রমাণ করছি। নিউজিল্যান্ডের কথাই চিন্তা করেন সেখানে আমরা ৩০-৩২ ম্যাচে জিততে পারি নাই কিন্তু তা এবার পরিবর্তন করেছে দল। আমার বিশ্বাস এই দলটাও এটা পরিবর্তন করতে পারবে। আমি সবসময় বিশ্বাস করি যে- আপনি মেন্টালি যতটা ফ্রেশ থাকেন বা যাই হোক না কেনো, আপনার মধ্যে যদি বিশ্বাসটা থাকে তাহলে অনেককিছু সম্ভব। আমি আমার দল নিয়ে একটা ব্যাপার বলতে পারি যে সবার মধ্যে ভালো করতে পারার বিশ্বাসটা রয়েছে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।