██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

দলকে সঙ্গ দিতে পাকিস্তান যাবেন পাপন

দলকে সঙ্গ দিতে পাকিস্তান যাবেন পাপন
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2020-01-19T15:32:23+06:00

আপডেট হয়েছে - 2020-01-19T19:20:19+06:00

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তামিম-রিয়াদরা পাকিস্তানে উড়াল দেয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও যাবেন সেখানে। ক্রিকেটারদের সাহস যোগাতে দলের সাথেই অবস্থান করবেন তিনি।
দলের সাথে থাকতে পাকিস্তান যাবেন পাপন
সিনিয়র ক্রিকেটারদের সাথে দফায় আলোচনা এবং আইসিসির হস্তক্ষেপের পরে পাকিস্তান সফরের সূচি নির্ধারণ করেছে বিসিবি। বোর্ড সভাপতি পাপন আগেই দাবি করেছেন, বাংলাদেশের ইচ্ছামতোই সাজানো হয়েছে সিরিজের সূচি। ২৪ তারিখে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন ২৩ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশের অনুশীলনের সময় মাঠে দেখা যায় পাপনকে।
মাঠে চলে আসার কারণ হিসাবে তিনি জানান,
 'সবার সাথে কথা হয়নি। তামিম, মুশফিক, রিয়াদদের সাথে হয়েছিল। তাই ভাবলাম এখানে হয়তো সবাইকে পাবো।'
পাপনও পাকিস্তানে যাবেন বলে নিশ্চিত করেছেন। কিন্তু ব্যক্তিগত কাজ থাকায় দলের সাথেই তার যাওয়া সম্ভব হচ্ছে না। পরের দিন যেয়ে দলের সাথে যোগ দেবেন তিনি। খেলোয়াড়দের অভয় দিতেই তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির অভিভাবক।
নিজের ব্যাপারটি নিশ্চিত করে পাপন বলেন,
 'আমাকে কাল রাতে বাইরে যেতে হচ্ছে, তবে ২২ তারিখে আবার আমি চলে আসবো। ওদের সাথেই যেতে পারছি না (পাকিস্তানে) কিন্তু আমি যাব- এটাই বলতে এসেছিলাম। ইনশা-আল্লাহ ২৩ তারিখে যাব আমি।
সাপোর্ট স্টাফ কারা যাচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ওটা নিয়েও বসবো আজ।'
নিরাপত্তার চিন্তা বাদ দিয়ে খেলোয়াড়দের ক্রিকেটে মনোযোগ দেয়ার উপদেশ দিয়েছেন পাপন। তিনি নিজেও দলের সাথে থাকবেন বলে ক্রিকেটারদের সাহস দিয়েছেন। পাপনের ভাষায়,
 'মাথার মধ্যে চিন্তা নিয়ে তো স্বাভাবিক পারফর্ম করা যায় না। মানসিক শান্তি ছাড়া ক্রিকেট খেলা খুব কঠিন, এমনিতেই টি-টোয়েন্টি আবার বেশি চাপের, এখানে প্রতি বলেই খেলা ঘুরে যেতে পারে। ওদেরকে বললাম, ঠান্ডা মাথায় খেলবে। ইনশা-আল্লাহ কিছুই হবে না। আমিও যাচ্ছি, একসাথে থাকব, খাব, কোনো অসুবিধা হবে না।'
ম্যাচের আগের দিন যাবে বলে পাকিস্তানের মাটিতে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ থাকছে না বাংলাদেশের। তাই বোর্ড সভাপতি চাচ্ছিলেন, আরও একদিন আগে যেয়ে একটা দিন অনুশীলন করা যায় কিনা। কিন্তু ম্যাচ খেলার ভেতরেই থাকা ক্রিকেটাররা সে প্রয়োজন দেখছেন না।
'ওরা ২২ তারিখ রাতে রওনা দিয়ে ২৩ তারিখ সকাল ১০টায় যেয়ে পৌঁছাবে। ওখানে তো অনুশীলন হচ্ছে না ভেবে বলছিলাম একদিন আগে যাওয়া যায় কিনা। কিন্তু ওরা বললো যে ২৩ তারিখ বিকালে অনুশীলন আছে,' 
বলেন পাপন।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.