দুর্দান্ত তামিমে প্রথম সেশন পূর্বাঞ্চলের

প্রকাশিত হয়েছে - 2020-02-01T11:38:48+06:00
আপডেট হয়েছে - 2020-02-01T13:22:47+06:00
মধ্যাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিল পূর্বাঞ্চল। আর এই কাজটি করতে সাহায্য করেছেন দলটির ওপেনার তামিম ইকবাল। বাঁহাতি এ ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম সেশনে স্কোরবোর্ডে ১ উইকেটে ১২৬ রান যোগ করেছে পূর্বাঞ্চল।

ইনিংসের সময় বাড়ার সাথে পাল্লা দিয়ে পরে ফিরে এসেছেন টেস্ট মেজাজে।
তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৪১তম অর্ধশতক। শেষ পর্যন্ত ৭২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। ৯৯ বল মোকাবেলায় ১১ চারে ইনিংসটি সজিয়েছেন তিনি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




তার সাথে ২৫ রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছেন দলনেতা মুমিনুল হক। দলীয় ৬২ রানে পিনাক ঘোষের (২৬) আউটের পর ক্রিজে আসেন মুমিনুল। দ্বিতীয় উইকেটে তামিমের সাথে অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন তিনি।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ২১৩ রানে অল-আউট হয় মধ্যাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা ব্যাট করে একমাত্র অর্ধশতকটি তুলে নেন এ ওপেনার। ৩৩৩ মিনিট ক্রিজে থেকে এ রান করেন তিনি। সাইফ ছাড়া তাইবুর রহমান ৪৬, সৌম্য সরকার ৩৬ ও সোহরাওয়ার্দী শুভ'র ব্যাট থেকে আসে ৩১ রান।





পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম নেন সর্বোচ্চ পাঁচটি উইকেট। ২২ ওভার হাত ঘুরিয়ে ৮ মেডেনের বিপরীতে ৫৮ রান দিয়ে এ সাফল্যর দেখা পান তিনি। তাছাড়া আবু জায়েদ রাহী ও নাঈম হাসান লাভ করেন দুটি করে উইকেট। বাকি উইকেটটি নিজের নামের পাশে যোগ করেন হাসান মাহমুদ।
মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচটি সরাসরি দেখুন-
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।