██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ধারাবাহিকতা নেই সৌম্য-লিটনের ব্যাটে

ধারাবাহিকতা নেই সৌম্য-লিটনের ব্যাটে
Azmal Tanjim Shakir

Azmal Tanjim Shakirপ্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2019-11-13T00:09:31+06:00

আপডেট হয়েছে - 2019-11-13T10:26:42+06:00

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৪ সালের ডিসেম্বরে সৌম্য সরকার এবং ২০১৫ সালের জুনে  লিটন দাসের অভিষেক। বর্তমানে জাতীয় দলে থিতু হলেও ব্যাট হাতে ধারাবাহিকতার প্রমাণ রাখতে  পারছেন না কেউই। ছন্দে থাকলে তাদের ব্যাটিং যেমন চোখ জুড়ানো আবার ততটাই দৃষ্টিকটু আউট হওয়ার ধরণ।
ধারাবাহিকতা নেই সৌম্য-লিটনের ব্যাটে
অভিষেকের পর দুজনকে নিয়ে অনেক স্বপ্নই হয়তো বুনেছেন
ের ক্রিকেট ভক্তরা। লিটনের ধ্রুপদী ব্যাটিং কিংবা সৌম্য সরকারের দাপুটে ব্যাটিং নিয়ে জল্পনা-কল্পনা কম হয়নি। তবে আস্থার প্রতিদান তেমন দিতে পারেননি একজনও।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ২১ ইনিংসের ৯ ইনিংসেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি লিটন দাস।  বাকি ১২ ইনিংসের মধ্যে দুইটি ইনিংস রয়েছে ১৫ রানের নিচে, ১৫ থেকে ২০ এর ঘরে রয়েছে একটি। টি-২০ তে ২০১৮ থেকে মিলিয়ে ২০ রানের নিচে তার ইনিংস ১২ টি।এ ২১ ইনিংসে লিটনের রান ৪৩৯। ব্যাটিং গড় ২১.৫০। তার গড় ২০.৯০।
এ সময়কালে আরেক ওপেনার সৌম্য সরকার ২০ ইনিংসে রান করেছেন ২৫৭।  টি-২০ তে ২০১৮ থেকে এখন পর্যন্ত সৌম্য সরকার ২০ ইনিংসের মধ্যে চার ইনিংসে ফেরত গিয়েছেন রানের খাতা খোলার আগেই। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি ১১ ইনিংসে।  তার ব্যাটিং গড় আরও নাজুক, ১২.৮৫। এ সময়ে কমপক্ষে ২০ ইনিংস খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকারের গড় সবচেয়ে কম। লিটনের চেয়ে কম গড় রয়েছে সৌম্য সরকার,
ের আসিফ আলি (১৮.৩৮) আর
ের টবিয়াস ভিসের (২০.৩৯)।
টেস্টে লিটন ২০১৮ থেকে এখন পর্যন্ত ১৯ ইনিংসে করেছেন ৪১০। সেখানে তার গড় ২১.৫৭। এর মধ্যে ৮ ইনিংসে দুই অঙ্কের ঘরে যেতে পারেননি তিনি।  সৌম্য সরকার ৯ ইনিংসে ২৮.৮৮ গড়ে করেছেন ২৬০। হ্যামিল্টনে
ের বিপক্ষে ১৪৯ রানের ইনিংস ছাড়া বাকি আট ইনিংসে তার সর্বোচ্চ ২৮।  কমপক্ষে ১০ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন এমন ক্রিকেটারদের মধ্যে যাদের গড় লিটন দাসের চেয়ে কম তাদের মধ্যে স্বীকৃত ব্যাটসম্যান হাতেগোণা কয়েকজন। তবে ওয়ানডেতে পরিসংখ্যান তাদের এতটা হতাশাজনক নয়।  ২০১৮ থেকে ৩০.১৫ গড়ে ২১ ইনিংসে লিটন করেছেন ৬০৩ রান। এ ফরম্যাটে গড়টা কিছুটা মানানসই হলেও ধারাবাহিক ছিলেন না লিটন। টানা ৩ ইনিংসে ২০ বা তার বেশি রান রয়েছে একবারই। বেশ কয়েকবার থিতু হয়েও বড় স্কোর গড়তে পারেননি লিটন। উইন্ডিজের বিপক্ষে ৯৪ রানের পরের চার ইনিংস মিলিয়ে করেন ৯০। এশিয়া কাপের  ফাইনালে ১২১ রানের ইনিংস খেলার আগে করেন ৫ ইনিংসে ৬০। বেশ কিছু টুর্নামেন্টের একটি ম্যাচে জ্বলে উঠে বাকিগুলোতে নিস্প্রভ ছিলেন লিটন।
ধারাবাহিকতা নেই সৌম্য-লিটনের ব্যাটে
একই কথা প্রযোজ্য সৌম্য সরকারের ক্ষেত্রে। ২৩ ম্যাচে ৩৩.০৮ গড়ে ৭৬১ রান সংগ্রহ করেছেন সৌম্য। একটি শতক আর পাঁচটি অর্ধশতক রয়েছে তার এ সময়ে। বিশ রানের নিচে সাজঘরে ফিরেছেন ৯ ইনিংসে। ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজ ছাড়া অন্যান্য সময়গুলোতে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি তিনি। কিছু ম্যাচে জীবন পেয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন লিটন।
ের বিপক্ষে ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে খেলেছিলেন ৩৪ রানের ইনিংস। ঐ ম্যাচে তার ৩ বলে ৭ রানের মাথায় সহজ ক্যাচ ছাড়েন সুরেশ রায়না। পরের বলে আবারো জীবন পান। এবার ফাইন লেগে ক্যাচ ছেড়েছিলেন ওয়াশিংটন সুন্দর। বেশ কয়েকবার বল যায় নো ম্যান'স ল্যান্ডে। ভারতের বিপক্ষে সিরিজে সর্বশেষ টি-২০ তে দুইবার জীবন পান লিটন। করতে সক্ষম হয়েছেন ২৯ রান। নানান ম্যাচে দুজনের আউট হওয়ার ধরণ নিয়েও প্রশ্ন কম উঠেনি। বহুবার সোজা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে উইকেট উপহার দিয়ে এসেছেন দুজন। টি-২০ সিরিজের তিন ম্যাচেই লিটন দাস আউট হয়েছেন নিজের ব্যর্থতায়। সৌম্য সরকারও শেষ ম্যাচে প্রথম বলেই ক্যাচ দিয়েছেন ফিল্ডার বরাবর। ক্রিজে দীর্ঘক্ষণ থাকলে এ দুজনের ব্যাটিং যেন হয়ে উঠে সৌন্দর্য্যের প্রতিশব্দ। কিন্তু তেমন দিন আসে কালেভেদ্রে। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটালেও আন্তর্জাতিক ক্রিকেটে বিবর্ণ দুজন।  ক্লাসের সেই ছাত্র যার হাতের লেখা সুন্দর কিন্তু পরীক্ষার প্রশ্নের উত্তর তার জানা নেই কিংবা পরীক্ষাকক্ষে গিয়ে যে সব ওলটপালট করা ফেলে- তারই যেন ক্রিকেট মাঠের প্রতিনিধি লিটন দাস ও সৌম্য সরকার।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.