ধোনির কাছ থেকে সোহানের 'শিক্ষা'

প্রকাশিত হয়েছে - 2017-06-22T16:55:28+06:00
আপডেট হয়েছে - 2017-06-22T16:55:28+06:00

সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে
ের হয়ে খেলা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। তবে দলের সঙ্গী হয়ে
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । অ্যান্ড ওয়েলস সফরে অনেককিছু শিখেছেন তরুণ এই ক্রিকেটার।
টুর্নামেন্টে বাংলাদেশের বিকল্প খেলোয়াড় হিসেবে ছিলেন সোহান। দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক
ের মতো নামকরা খেলোয়াড়দের সঙ্গ পেয়ে ড্রেসিংরুমে থেকেছেন। টুর্নামেন্ট শেষে সোহান জানান, দলের সাথে থেকে অনেককিছু শিখেছেন তিনি।
সোহান বলেন,
'ড্রেসিংরুম থেকে অনেককিছু শেখা এবং জানা যায়। মাশরাফি-সাকিব-মুশফিক-তামিম-রিয়াদ ভাইদের কাছ থেকে অনেককিছু শেখার আছে। তাদের কাছ থেকে আমি শিখেছি দল বিপদে থাকলে কীভাবে পরিস্থিতি সামলাতে হয়।'
ওভালে বাংলাদেশ-
প্রস্তুতি ম্যাচে আগে সোহান দেখা পেয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির, উঠতি উইকেটরক্ষক ব্যাটসম্যানদের কাছে যিনি একজন আইকনিক ক্রিকেটার। সেই সাক্ষাতে ধোনির কাছ থেকে ব্যাটিং এবং উইকেটরক্ষণের ব্যাপারে পরামর্শ নেন সোহান।
এ প্রসঙ্গে সোহান বলেন,
'আমরা সাধারণত ছয়ে বা সাতে ব্যাট করি। এমন পজিশনে বেশি ওভার খেলার বাকি থাকে না, এজন্য শুরু থেকেই আমাদের স্ট্রোক খেলতে হয়। আবার, যখন বড় ইনিংস খেলার সুযোগ আসে তখন ৩০-৪০-৫০ রানে দল ৪-৫ উইকেট হারিয়ে ফেলে। এজন্য মিডল অর্ডার ব্যাটসম্যান সবসময় চাপে থাকেন। আমি ধোনির কাছে জানতে চেয়েছি তিনি কীভাবে চাপ সামলান।'
উইকেটরক্ষক হিসেবে ধোনি সোহানকে বলেন,
'কিপিংয়ের মূল কাজ হচ্ছে বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি।'
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম