নতুন কোচ নন বড় কোনো ‘ফ্যাক্টর’

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-06-21T23:15:01+06:00
আপডেট হয়েছে - 2018-06-21T23:33:26+06:00
আবারও দীর্ঘদিন পর
দলের প্রধান কোচ আলোচনায়। আট-নয় মাস আগে চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর শূন্য ছিল সেই প্রধান কোচের আসন, সে পদের কেউ আলোচনায় আসা তো দূরের ব্যাপার!
[caption id="attachment_50675" align="aligncenter" width="640"]
নুরুল হাসান সোহান। ছবিঃ বিডিক্রিকটাইম
[/caption]
তবে উইন্ডিজ সফরকে সামনে রেখে নতুন কোচের দায়িত্ব গ্রহণ কতটা ফলপ্রসূ হবে, সেই প্রশ্ন থাকছেই। সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে, যার জন্য ঘোষিত বাংলাদেশ দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। এই পরিবর্তন আর খেলোয়াড়দের ছন্দ ধরে রাখার ব্যাপারগুলো একই সুতোয় গেঁথে নতুন কোচ কতটা সফল হবেন?
টেস্ট দলে ডাক পাওয়া নুরুল হাসান সোহান সিরিজের প্রাক্বালে নতুন কোচের উপস্থিতিকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না। বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সোহান বলেন-
‘
কোচ
নতুন
হলেও
খেলোয়াড়
কিন্তু
সবাই
পুরোনো
।
আমরা
অনেকদিন
ধরেই
খেলছি
একসঙ্গে
।
আমার
কাছে
মনে
হয়
না
,
নতুন
কোচের
বিষয়টি
বড়
কোনো
ফ্যাক্টর
।
আমাদের
মূল
লক্ষ্য
থাকবে
দল
হিসেবে
ভালো
থাকার
।
’
কোচ আসার আগের এবং পরের সময়ে খুব একটা পার্থক্য দেখেন না সোহান। তিনি বলেন,
‘
কোচ
আসার
আগে
এবং
কোচ
আসার
পর
সবকিছুই
একইরকম
আছে
।
কোচের
একটা
পরিকল্পনা
থাকে
।
পরিকল্পনায়
এজন্য
কিছু
পরিবর্তন
আছে
হয়ত
।
আমরা
দুই
দিন
কাজ
করেছি
কোচের
সঙ্গে
।
’
এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের লক্ষ্য এখন একটাই, দলের মঙ্গল। আর এজন্য নিজেকে যেকোনোভাবে উজাড় করে দিতে প্রস্তুত তিনি,
‘
আমি
সবসময়
বলেছি
,
আমার
কাছে
দলই
সবার
আগে
।
দল
যখন
,
যেখানে
যেভাবে
চাইবে
,
সেভাবেই
খেলব
।
দলের
যেটায়
ভালো
হবে
,
সবসময়
চেষ্টা
থাকে
সেটা
করার
।
এখন
সামনে
উইন্ডিজ
সফর
আছে
।
সিনিয়র
জুনিয়র
সবাই
ভালো
করার
জন্য
পরিকল্পনা
মেনে
এগোচ্ছে
এই
সফরটা
কঠিন
হবে
,
অনেক
বেশি
চ্যালেঞ্জিং
হবে
।
আমাদের
শেষ
সিরিজটা
ভালো
যায়নি
।
আমরা
একত্রে দলের
সবাই
সেই
চ্যালেঞ্জটা
নেওয়ার
জন্য
প্রস্তুত
আছি
।
আমরা
আমাদের
শতভাগ
দিতে
পারলে
ভালো
কিছু
অবশ্যই
হবে
।
’