নিয়মিত ম্যাচ খেলার সুযোগ চান লিখন

প্রকাশিত হয়েছে - 2021-12-29T11:54:35+06:00
আপডেট হয়েছে - 2021-12-29T11:56:35+06:00
ঘরোয়া ক্রিকেটে দল না পাওয়া এখন আর কোনো অস্বাভাবিক কোনো ঘটনা নয় বাংলাদেশের লেগ স্পিনারদের জন্য। প্লেয়ার্স ড্রাফটের আগে জুবায়ের হোসেন লিখনও তাই দুশ্চিন্তায় ছিলেন, আদৌ কোনো দল তাকে স্কোয়াডে ভেড়াবে কি না। তবে সিলেটের ফ্র্যাঞ্চাইজির সাথে আগে থেকে কথাবার্তা হওয়ায় খানিক আশাও ছিল।
[caption id="attachment_180611" align="aligncenter" width="577"]

জুবায়ের হোসেন লিখন। ফাইল ছবি[/caption]
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে লিখনকে দলে ভিড়িয়েছে সিলেট সানরাইজার্স। লিখন জানালেন, সিলেটের ফ্র্যাঞ্চাইজি মালিক তাকে একাদশে সুযোগ দেওয়ারও আশ্বাস দিয়েছেন। নিয়মিত ম্যাচ খেলার প্রত্যাশা ব্যক্ত করে
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।বিডিক্রিকটাইম
কে তিনি বলেন,
'ড্রাফট চলাকালে টিভির সামনে ছিলাম। একটু নার্ভাসও ছিলাম। তারপরও আশাবাদী ছিলাম। আমাদের দলের মালিক জয় ভাইয়ের সাথে আগে কথা হয়েছিল। ...উনার সাথে কথা বলে যতটুক বুঝতে পেরেছি যথেষ্ট সুযোগ দিবে।'
যদিও ব্রাত্য থাকতে থাকতে দীর্ঘদিন ধরে ম্যাচ খেলা হচ্ছে না লিখনের। সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। লিখন জানান,
'অনেকদিন না খেলে খেলতে নেমে চাপ তো কাজ করবেই। বিপিএল বড় প্ল্যাটফর্ম, চাপ কাজ করবে। তারপরও কিছু করার নেই। ক্রিকেট মানেই চাপ, খেলোয়াড়দের চাপ সামলেই খেলতে হবে। চেষ্টা করব চাপ কীভাবে সামলানো যায়।'
৫ কেজি ওজন কমিয়ে আরও ঝরঝরে হয়ে যাওয়া লিখন সুযোগ পেলে নিজেকে নিংড়ে দিতে চান। তার ভাষায়,
'ফিটনেস নিয়ে কাজ করেছি। ৫ কেজি ওজন কমিয়েছি। শুধু বিপিএলের জন্য এমন নয়। বেশ কিছু দিন ধরে ফিটনেস কাজ করছি যাতে একটা ভালো অবস্থায় আসতে পারি। অনেক কষ্ট করেছি, কঠোর পরিশ্রম করেছি। ম্যাচে সুযোগ পেলে কাজে লাগাতে পারব, বিশ্বাস করি।'
'আমার জন্য সবকিছুই চ্যালেঞ্জিং। মন থেকে অনেক খুশি হয়েছি দল পাওয়ায়। আমি ঘরোয়া লিগে যেহেতু নিয়মিত নই, যেখানেই সুযোগ পাব ভালো করার চেষ্টা করব।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।