পরিসংখ্যানে শ্রীলঙ্কা-বাংলাদেশ ওয়ানডে লড়াই

Imran Hasanসম্পাদক
প্রকাশিত হয়েছে - 2019-07-25T15:55:49+06:00
আপডেট হয়েছে - 2019-07-25T15:55:49+06:00
হেড টু হেড
ওয়ানডেতে এখনো পর্যন্ত মোট ৪৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যার মধ্যে ৩৬ ম্যাচে শ্রীলঙ্কা ও ৭ ম্যাচে জয়ের দেখা পেয়ছে টাইগাররা। তাছাড়া দুটি ম্যাচের নিষ্পত্তি ঘটেছে ফলাফল ছাড়াই।




সর্বোচ্চ ও সর্বনিম্ন সংগ্রহ
ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের ইনিংস হচ্ছে ৫ উইকেটে ৩২৪। সবশেষ লঙ্কা সফরে এই সংগ্রহের দেখা পেয়েছিল টাইগাররা। অন্যদিকে ৯ উইকেটে ৩৫৭ রানের ইনিংসটি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে লঙ্কানদের সর্বোচ্চ সংগ্রহ।
আর দু'দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ে শ্রীলঙ্কার সর্বনিম্ন সংগ্রহ ১২৪ রান। যেখানে বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস হচ্ছে ৭৬ রানের।
শীর্ষ পাঁচ রান সংগ্রাহক
দু'দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ের শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের মধ্যে চারজনই হচ্ছেন শ্রীলঙ্কার। কুমার সাঙ্গাকারা ১২০৬, সনাৎ জয়াসুরিয়া ১০৩০, উপুল থারাঙ্গা ৯০৬ ও তিলকারত্নে দিলশান ৮৫৯ রান নিয়ে রয়েছেন শীর্ষ চারে। এরপরের অবস্থানে রয়েছেন
। ২১ ম্যাচ থেকে তার সংগ্রহ ৬৪৫ রান।
সবচেয়ে বেশি শতক
ওয়ানডে ফরম্যাটে দু'দলের লড়াইয়ে সবচেয়ে বেশি শতক করার গৌরব করেছেন লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। বাংলাদেশের বিপক্ষে মোট পাঁচবার শতক হাঁকানোর কৃতিত্ব গড়ে দেখিয়েছেন এই ব্যাটসম্যান।





সবচেয়ে বেশি অর্ধশতক
সবচেয়ে বেশি শতক হাঁকানোর মতো দু'দলের ওয়ানডে লড়াইয়ে সবচেয়ে বেশি অর্ধশতকেরো মালিক কুমার সাঙ্গাকারা। কিংবদন্তি এই ব্যাটসম্যানের নামের পাশে বাংলাদেশের বিপক্ষে রয়েছে ১১টি অর্ধশতকের অর্জন।
শীর্ষ পাঁচ উইকেট শিকারি-
এ তালিকায়ও রাজত্ব লঙ্কানদের। পাঁচ জনের মধ্যে যথারীতি তিনজনই লঙ্কান। ৩১ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন মুত্তিয়া মুরালিধরন। ২৬ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান মাশরাফি মুর্তজার। ২৪ উইকেট নিয়ে তালিকার তিনে লাসিথ মালিঙ্গা ও ২২ উইকেট নিয়ে তালিকার চারে অবস্থান ফার্নান্ডোর। ১ উইকেট কম নিয়ে তালিকার পঞ্চমস্থানে রয়েছেন বাংলাদেশের রুবেল হোসেন।
উইকেট সংখ্যা নাম
৩১ মুত্তিয়া মুরালিধরন
২৬ মাশরাফি মুর্তজা
২৪ লাসিথ মালিঙ্গা
২২ ফার্নান্ডো
২১ রুবেল হোসেন
ইনিংসে পাঁচ উইকেট-
দু'দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ে এখনো পর্যন্ত মোট তিনজন বোলার ইনিংসে পাঁচ উইকেট শিকার করার কৃতিত্ব দেখিয়েছেন। যার মধ্যে দুই লঙ্কান বোলার চামিন্দা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের সাথে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে রয়েছেন দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা স্পিনার আব্দুর রাজ্জাক।
এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট-
দু'দলের মধ্যকার ওয়ানডে লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের অর্জনটি সনাৎ জয়াসুরিয়ার। ২০০৭ সালে এক সিরিজে সর্বাধিক ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি।
সর্বাধিক ডিসমিসাল-
উইকেটরক্ষকদের এই লড়াইয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে অবস্থান কুমার সাঙ্গাকারার। ৩১ ম্যাচ থেকে ৪৩ ক্যাচ ও ৬ স্টাম্পিংয়ে মোট ৪৯ ডিসমিসালার তার দখলে। এরপর পরবর্তী অবস্থানে রয়েছেন বাংলাদেশের
। তার ঝুলিতে রয়েছে ১৯টি ক্যাচ ও ২টি স্টাম্পিংসহ মোট ২১টি ডিসমিসাল।
সবচেয়ে বেশি ক্যাচ-
ফিল্ডারদের মধ্যে দু'দলের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্যাচ তালুবন্দী করার নজির স্থাপন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। অবসর নেওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে ২৬ ম্যাচ খেলে মোট ১৮টি ক্যাচ নেন তিনি।
সবচেয়ে বেশি ম্যাচ-
ওয়ানডে ফরম্যাটে এই দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচে মাঠে দেখা গেছে কুমার সাঙ্গাকারাকে। মোট ৩১টি ম্যাচ খেলেছেন তিনি বাংলাদেশের বিপক্ষে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।