পাকিস্তানের রান বন্যার ইনিংসে যত রেকর্ড

প্রকাশিত হয়েছে - 2018-07-20T23:40:21+06:00
আপডেট হয়েছে - 2018-07-20T23:40:21+06:00
বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে রানের বন্যা বইয়ে দিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে সফরকারীরা। রানের পসরা সাজানোর এ ইনিংসে হয়েছে অনেক রেকর্ড।
[caption id="attachment_52972" align="aligncenter" width="698"]

৩০৪ রানের জুটি গড়েন ফখর ও ইমাম
[/caption]
ওপেনিংয়ে জুটিতে ফখর জামান এবং ইমাম-উল-হক মিলে গড়েছেন ৩০৪ রানের জুটি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগে এ রেকর্ড ছিল সনাৎ জয়াসুরিয়া এবং উপল থারাঙ্গার। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানের জুটি গড়েছিলেন এ দুজন। এছাড়া পাকিস্তানের জন্য এটি যেকোনো উইকেটেই সর্বোচ্চ রানের জুটি। এর আগে এ রেকর্ড ছিল ইনজামাম-উল-হক ও আমির সোহেলের দখলে। তারা নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েছিল ২৬৩ রান।
ওয়ানডে ইতিহাসে সব মিলিয়ে ফখর-ইমামের এ জুটি চতুর্থ সর্বোচ্চ জুটি।
দুই ওপেনারের এ ইনিংসে মোট সংগ্রহ ৩২৩। দুই ওপেনারের রানের সর্বোচ্চ সমষ্টি ৩২৭। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই কিউই ওপেনারের ব্যাট থেকে এসেছিল ৩২৭ রান। ফখর ও ইমাম রয়েছেন দ্বিতীয় স্থানে।
২১০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ফখর জামান। ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ দ্বিশতক এটি। প্রথম পাকিস্তানি হিসেবে দ্বিশতক হাঁকানোর কীর্তি গড়েছেন এ ওপেনার। ১৭ ইনিংসেই ৯৮০ রান করে ফেলেছেন ফখর। আর মাত্র তিন ইনিংসে ২০ রান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০ ইনিংসেই ১০০০ রানের মাইলফলক স্পর্শের কীর্তি গড়বেন তিনি।
২১০ রানের ইনিংসে ২৪ টি চার মারেন ফখর। পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের জন্য ওয়ানডেতে এক ইনিংসে এটিই সর্বোচ্চ চারের সংখ্যা।
নিজেদের সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহের রেকর্ডও গড়েছে পাকিস্তান। এর আগে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৮৫। ২০১০ সালের জুনে বাংলাদেশের বিপক্ষে ৩৮৫ করেছিল তারা। এবার তা ছাড়িয়ে গেল ৩৯৯ রান করে।
ওয়ানডের ইতিহাসে এক উইকেট হারিয়ে তিনশ'র বেশি রান করার দৃষ্টান্ত এটি নিয়ে মাত্র পাঁচটি। তবে এর আগের সব রানকে ছাড়িয়ে গিয়েছে পাকিস্তান। এক উইকেটের বিনিময়ে পাকিস্তানের ৩৯৯ এখন ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।আরো পড়ুনঃ প্রস্তুতিতে সন্তুষ্ট লিটন দাস