পাকিস্তান সফর নিয়ে অনড় বিসিবি

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-01-07T19:22:28+06:00
আপডেট হয়েছে - 2020-01-08T11:30:03+06:00

শেষ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে কি না সেটি নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর উপর। কেননা বাংলাদেশ চাচ্ছে আগে টি-টোয়েন্টি খেলতে তবে সে সিদ্ধান্তে মানতে নারাজ পিসিবি। মূলত নিরাপত্তার কথা চিন্তা করেই আগে টি-টোয়েন্টি খেলে দেখতে চায় বিসিবি। টি-টোয়েন্টি সিরিজের পরেই টেস্ট নিয়ে সিদ্ধান্তে পৌঁছাবে বিসিবি।




নাইমুর রহমান দুর্জয়ও বললেন একই কথা। ক্রিকেটারদের মানসিকতার দিক চিন্তা করে তারপর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বিসিবি। টি-টোয়েন্টির পর ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আসলে টেস্ট নিয়ে ভাবার কথা বললেন নাইমুর রহমান।
“পাকিস্তান সফর নিয়ে আসলে আপনারা যতটুকু জানেন সে পর্যায়েই আছে। টেস্টের আগে টি-টোয়েন্টিকে প্রাধান্য দিচ্ছি আমরা। কারণ এখানে দুইটি ব্যাপার জড়িত। সেখানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেললে ক্রিকেটারদের মন মানসিকতাও আমরা বুঝতে পারব যে বেশি সময় খেলতে চায় কি না। তখন যদি দেখি বেশি সময় ধরে পাকিস্তানে খেলা সম্ভব তখন কিন্তু পরিবর্তন হতে পারে।”





দেশটা পাকিস্তান বলেই নিরাপত্তার বেষ্টনীর মধ্যে আটক থাকবেন ক্রিকেটাররা। অন্যান্য দেশে যেমন ক্রিকেটাররা চাইলে ঘুরতে পারবেন পাকিস্তানে সেটি সম্ভব নয়। এমন নিরাপত্তার মাঝে ক্রিকেটে মনযোগ দেওয়াটা কঠিন বলছেন তিনি।
“একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি এখনো মনে করি পাকিস্তানে এখন যেভাবে খেলা হয় ক্রিকেটারদের জন্য খেলায় মনোযোগ দেওয়া কঠিন। কারণ আপনি যখন মাঠে যাবেন তখন বুঝতে পারবেন না খেলতে যাচ্ছেন না যুদ্ধ করতে যাচ্ছেন। আশেপাশে এতো নিরাপত্তা, আপনি যখন দেখবেন হোটেলের রুমের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তখন খেলা নিয়ে ভাবাটা কঠিন হয়ে যায়। আমি চাই ক্রিকেটাররা সেখানে গিয়ে শুধু খেলা নিয়েই চিন্তা করুক।”