পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব

প্রকাশিত হয়েছে - 2021-11-05T16:38:00+06:00
আপডেট হয়েছে - 2021-11-05T16:40:47+06:00
চোটের কারণে সাকিব আল হাসান ছিটকে পড়েছিলেন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এই চোটের কারণে সাকিব অনিশ্চিত জাতীয় দলের আসন্ন পাকিস্তান সিরিজেও। গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
[caption id="attachment_179218" align="aligncenter" width="700"]

চোটের কারণে বিশ্বকাপের সবগুলো ম্যাচে খেলতে পারেননি সাকিব।[/caption]
এক সপ্তাহ আগে, গত ২৯ অক্টোবর
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এরপর চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের গুরুদায়িত্ব পালন করেছেন। ম্যাচ শেষে তাকে দুই দিনের বিশ্রাম দেওয়া হয়।
তখন
বিডিক্রিকটাইম
কে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে অবস্থা বুঝে নেওয়া হবে ব্যবস্থা। পর্যবেক্ষণের ফলাফল ভালো না আসায় সাকিব বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন। এবার অনিশ্চয়তা পাকিস্তান সিরিজে অংশ নেওয়া নিয়েও।
পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে সাকিবের ৩ সপ্তাহ সময় লাগবে। টি-টোয়েন্টি সিরিজে তাই তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফিট হয়ে উঠলে খেলতে পারেন টেস্টে।
শুক্রবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন,
'সুস্থ হয়ে মাঠে ফিরতে সাকিবের অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে। টেস্টে খেলতে পারে।'
[caption id="attachment_179219" align="aligncenter" width="700"]

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না-ও খেলা হতে পারে সাকিবের।[/caption]
এদিকে বিশ্বকাপে চোট পাওয়া আরও দুই ক্রিকেটার
ও নুরুল হাসান সোহানও সাকিবের মত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে, পরিবারের সাথে। সাইফউদ্দিন দেশে ফিরেছেন আগেই, বিশ্বকাপ দলের সাথে সোহান ফিরছেন শুক্রবার।
দেবাশীষ জানিয়েছেন,
। তবে সোহান অনেকটাই সেরে ওঠার পথে। তাকে নিয়ে কোনো শঙ্কা নেই।
আগামী ১৯ নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে দুটি টেস্ট।
more
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।