পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে : শোয়েব

প্রকাশিত হয়েছে - 2021-01-05T22:43:49+06:00
আপডেট হয়েছে - 2021-01-05T22:43:49+06:00
পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর যারপরনাই বিরক্ত শোয়েব আখতার। বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে তিনি বলেছেন পাকিস্তান দল এখন স্কুল পর্যায়ের ক্রিকেট দলের মতো হয়ে গিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পথে আছে পাকিস্তান। প্রথম টেস্টে ১০১ রানের বড় ব্যবধানে হারের পরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, বরং ইনিংস পরাজয়ের শঙ্কায় আছে দলটি।
পাকিস্তান দলের এই বর্তমান অবস্থার জন্য ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে দায়ী করলেন শোয়েব। তার মতে এই টিম ম্যানেজমেন্ট খুব সাধারণ মানের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে সুযোগ দিচ্ছে কিন্তু প্রকৃত প্রতিভাবানদের সুযোগ দিচ্ছে না। ম্যানেজমেন্টের এমন একচোখা আচরণের কারণে পাকিস্তান ক্রিকেট অবনতির দিকে ধাবিত হচ্ছে।
শোয়েবের ভাষায়,
'পাকিস্তান ক্রিকেট বোর্ড যে নীতি তৈরি করেছে, এখন নিজেদের তৈরি করা নীতিতেই তারা কাটা পড়ছে। অথচ গড়পড়তা খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনা এবং খেলানোর কাজ নিয়মিত করেই যাচ্ছে। খুব সাধারণ মানের দল বানাচ্ছে। এরকম গড়পড়তা কাজ করলে তো গড়পড়তা ফলই আসবে।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'এভাবে চলতে থাকলে যখনই পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবে, তখনই তাদের ধুঁকতে দেখা যাবে। এখন পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে। এই টিম ম্যানেজমেন্ট তাদের স্কুল পর্যায়ের ক্রিকেটার বানিয়ে ফেলেছে। এখন আবার তারা ম্যানেজমেন্ট পরিবর্তনের কথা ভাবছে, কিন্তু সেসব কাজ কবে করবে?'
প্রসঙ্গত, সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। হাতে আছে ৯টি উইকেট। ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে আছে দলটি।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।