পোলার্ডের উপর ক্ষেপে হেলমেট-গ্লাভস ছুঁড়ে ফেলেছিলেন মোসাদ্দেক!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-06-01T02:44:09+06:00
আপডেট হয়েছে - 2020-06-01T10:53:12+06:00
ক্রিকেট একটি খেলা হলেও পেশাদারিত্বের খাতিরে খেলোয়াড়রা একে মনেপ্রাণে ধারণ করেন। আর তাই কখনো দেখা যায় আবেগের বহিঃপ্রকাশ। ক্রিকেট খেলার সময় মেজাজ হারানোর ঘটনা কম নয়। মোসাদ্দেক হোসেন সৈকত একবার কাইরন পোলার্ডের উপর রেগে গিয়ে হেলমেট, গ্লাভস এসব ছুঁড়ে ফেলেছিলেন ড্রেসিংরুমে!

ক্যারিবীয় ক্রিকেটার পোলার্ড ২০১৭ সালে বিপিএলে খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসের জার্সিতে।
ের নেতৃত্বাধীন সেই দলে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির। সেই আসর চলাকালেই পোলার্ডের দোষে রানআউট হয়ে ক্ষেপে গিয়েছিলেন মোসাদ্দেক।





সম্প্রতি
বিডিক্রিকটাইম
এর সাথে আলাপকালে মোসাদ্দেকের কাছে জানতে চাওয়া হয়, কখনো সতীর্থ ব্যাটসম্যানের ভুলে আউট হয়ে রেগে গিয়েছিলেন কি না। এই প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেন,
'বিপিএলে একবার এমন হয়েছিল। ঢাকা ডায়নামাইটসে খেলি তখন। কাইরন পোলার্ডের সাথে হয়েছিল।'
কী ঘটেছিল সেদিন? মোসাদ্দেক বলেন,
'আমি সেট ব্যাটসম্যান, ও আমাকে ভুল কল দেয়। আমাকে এসে বলে- স্ট্রাইক ছাড়ো। ও (পোলার্ড) অবশ্যই আমার চেয়ে বড় হিটার, চাইলেই ছয় মারতে পারে। কিন্তু খুব বেশি রাগ লাগছিল।'





পোলার্ডের ভুলে রান আউট হয়ে তাই স্বাভাবিক থাকতে পারেননি মোসাদ্দেক। পরে তাকে ঠাণ্ডা করেন আফ্রিদি ও আমির।
তিনি বলেন,
'রান আউট হলে স্বাভাবিকভাবেই রাগ হয়, অন্য কারও ভুলে আউট হলে আরও বেশি রাগ হয়। ড্রেসিংরুমে গিয়ে হেলমেট থেকে শুরু করে গ্লাভস- সব ছুঁড়ে মারি। ওখানে আফ্রিদি ভাই ও আমির বসা ছিল, সাকিব ভাইও বোধহয় ছিল। আফ্রিদি ভাই ও আমির আমাকে দেখে ভয় পেয়ে গেছে, পরে এসে বলে- থাক, ঠাণ্ডা হও।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।