প্রশংসার জোয়ারে ভাসছেন ফখর জামান

প্রকাশিত হয়েছে - 2018-07-20T21:50:32+06:00
আপডেট হয়েছে - 2018-07-21T20:55:23+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ একদিনের ম্যাচে অপরাজিত ২১০ রান করে সাঈদ আনোয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ভেঙেছেন ফখর জামান। অতিমানবীয় এই ইনিংসের জন্য টুইটারে প্রশংসার জোয়ারে ভাসছেন এই বামহাতি ব্যাটসম্যান।

১৯৯৭ সালে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ১৯৪ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস খেলেন সাঈদ আনোয়ার। এতদিন পর্যন্ত পাকিস্তানের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ইনিংস ছিল এটি। কিন্তু ২১ বছর পর সাঈদ আনোয়ারকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দুইশত রানের মাইলফলক পার করেন ফখর জামান।
১৫৬ বলে ২৪ আর ৫ ছক্কায় ২১০ রান করেন ফাখর। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসাবে ডাবল সেঞ্চুরি করলেন ফাখর জামান। পুরো ৫০ ওভারে ২২১ মিনিট ক্রিজে ছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। এদিকে এই ম্যাচে ২৪৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সফরকারী পাকিস্তান। আর জয়ের নায়ক ফখর জামান ভাসছেন প্রশংসার জোয়ারে।
দেখে নিন কিছু টুইটঃ|