প্রাইম ব্যাংককে হারিয়ে চমক দেখাল খেলাঘর

প্রকাশিত হয়েছে - 2022-03-24T20:31:22+06:00
আপডেট হয়েছে - 2022-03-24T20:31:22+06:00
শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে চমক দেখিয়েছে তারুণ্যে মোড়া খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আগে ব্যাট করতে ২৪৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। জবাবে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে খেলাঘর।
[caption id="attachment_195784" align="aligncenter" width="700"]

ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন অমিত হাসান[/caption]
টস হেরে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। উদ্বোধনী জুটিতে তারা পায় ৬১ রান। ফর্মের তুঙ্গে থাকা এনামুল হক বিজয়কে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন নিহাদ উজ জামান। ৪১ বলে ৩৩ রান করেন বিজয়। আরেক ওপেনার শাহাদাত হোসেন দীপু ৪৩ বলে ১৯ রানের সংগ্রামী ইনিংস খেলে মাঠ ছাড়েন। তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন নাসির হোসেন ও অভিমন্যু ঈশ্বরন।
নাসির ও অভিমন্যুর জুটিতে আসে ৭৮ রান। টিপু সুলতানের বলে নাসির আউট হলে তা ভেঙে যায়। এবার ডিপিএলের শুরু থেকেই ব্যাট হাতে ভালো ফর্মে থাকা নাসির আজ করেছেন ৫২ বলে ৪০ রান। অভিমন্যুকেও শিকার করেন টিপু। এই ভারতীয় ক্রিকেটার ৬১টি বল মোকাবেলা করে করেন ৪৮ রান। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট থাকে প্রাইম ব্যাংক।
নির্ধারিত ৫০ ওভারের দুইটি বল বাকি থাকতেই প্রাইম ব্যাংক অলআউট হয় ২৪৯ রানে। খেলাঘরের পক্ষে টিপু, মাসুম খান টুটুল, মেহেদী হাসান ও নিহাদ দুইটি করে উইকেট শিকার করেন।
[caption id="attachment_195785" align="aligncenter" width="700"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ব্যাট হাতে ভালো ফর্মে আছেন নাসির হোসেন[/caption]
২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে খেলাঘর সংগ্রহ করে ৪১ রান। হাসানুজ্জামান রান আউট হলে ভাঙে এই জুটি। পরের প্রীতম কুমারকে শিকার করেন মেহেদী। ৫০ রানে ২ উইকেট হারায় খেলাঘর। খেলাঘরকে জয়ের পথে রাখেন অমিত ও পিনাক। ৯৫ বলে ৬৮ রান করে পিনাক আউট হন শেখ মেহেদীর বলে।
৯৭ বলে হার না মানা ৮৫ রানের ইনিংস খেলে চোট নিয়ে মাঠ ছাড়েন অমিত। ৫৩ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে খেলাঘরের জয় নিশ্চিত করেন সালমান হোসেন ইমন। ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় খেলাঘর।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
২৪৯/১০ (৪৯.৪ ওভার)
অভিমন্যু ৪৮, নাসির ৪০, বিজয় ৩৩, শামসুর ২৯, নাহিদুল ২৪;
টিপু ২/৩৩, নিহাদ ২/৪৯, মেহেদী ২/৫১, মাসুম ২/৫২;
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
২৫৩/৩ (৪৭.৪ ওভার)
অমিত ৮৫*, পিনাক ৬৮, সালমান ৫৩*;
মেহেদী ২/৪৮।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৭ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।