██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ফর্ম ফেরানোর 'টনিক' কী, জানালেন লিটন

ফর্ম ফেরানোর 'টনিক' কী, জানালেন লিটন

প্রকাশিত হয়েছে - 2020-03-11T21:33:29+06:00

আপডেট হয়েছে - 2020-03-11T22:32:27+06:00

দল ব্যর্থ হচ্ছিল, রান খরা ছিল লিটন দাসের ব্যাটেও। তবে ফর্মে ফেরার জন্য ডানহাতি ওপেনার বেছে নিলেন দলকে মুঠোভরা সাফল্য এনে দেওয়ার দারুণ উপলক্ষ্যটাই। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আরও একটি অর্ধ-শতক হাঁকিয়ে বাংলাদেশকে এই সিরিজেও 'বাংলাওয়াশ' এর তৃপ্তি এনে দিয়েছেন।
ওয়ানডে সিরিজে তামিম ইকবালের সাথে যৌথভাবে সিরিজ সেরা হয়েছিলেন। সংক্ষিপ্ততম ফরম্যাটের সিরিজে এককভাবেই পেলেন ম্যান অব দ্যা সিরিজের খেতাব। ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় লিটন জানালেন তার ফর্ম ফিরে পাওয়ার 'রহস্য'।
লিটনের কথা শুনে অবশ্য রহস্য বলে মনে হবে না। সাবলীল ব্যাটিং যেমনি নজর কেড়েছে, তেমনি ভালো শোনালো লিটনের গোছানো কথাও। শুনে মনে হবে, দুঃসময় পেছনে ফেলে ফর্মে ফেরা যেন কত সহজ! লিটন বলেন,
'নিজেকে নিয়ে গর্ববোধ হচ্ছে। ভগবানের প্রতি কৃতজ্ঞতা। ভগবান ছাড়া সম্ভব হত না। আমি শুধু অনুশীলনে কঠোর পরিশ্রম করে গেছি এবং খেলার প্রসেস বদলেছি- যে জিনিসটা আমাকে অনেক সাহায্য করেছে।'
সেই পরিবর্তনে অবদান ছিল কোচিং স্টাফদের। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে বিশেষভাবে স্মরণ তো করলেনই, আলাদাভাবে বললেন 'বড়ভাই' তামিম ইকবালের কথাও। লিটন বলেন,
'বিশেষ করে কোচিং স্টাফদের আমি ধন্যবাদ দিতে চাই। কারণ নেটে ব্যাটিং করার সময় তারা সবসময় আমার দিকে মনোযোগ দিয়েছেন। ডমিঙ্গো সবসময় বলেছেন- স্বাভাবিক খেলা খেলো, বেশি মারার দরকার নেই, শুধু টাইমিংটা ঠিকমত করো। তামিম ভাইয়ের সাথেও ভালো বোঝাপড়া হয়েছিল, এতদিন উইকেটে অনেক বুঝিয়েছে। এসব কারণেই ভালো সাফল্য পেয়েছি আমি।'
more

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.