ফুটবল খেলে গা গরম করছেন ক্রিকেটাররা

প্রকাশিত হয়েছে - 2019-09-24T20:55:06+06:00
আপডেট হয়েছে - 2019-09-24T21:13:21+06:00
‘হোম অব ক্রিকেট’ এ ক্রিকেটাররা মাঠে নেমেছেন ফুটবল নিয়ে। যদিও বৃষ্টির কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচ এখনো শুরু করা সম্ভব হয়নি।

তবে বৃষ্টিপাতের মাত্রা বেশ খানিকটা কমেছে। ফলে ম্যাচ অফিসিয়াল ও খেলোয়াড়রা ম্যাচ শুরুর অপেক্ষা করছেন। বৃষ্টির কারণে অনেক সময়ক্ষেপণ হওয়ায় খেলা হলে প্রতি ইনিংস হবে কার্টেল ওভারে।




এই প্রতিবেদন লেখার সময়
দলের ক্রিকেটাররা সিক্ত মাঠে ফুটবল খেলে গা গরমে ব্যস্ত। বৃষ্টি পুরোপুরি না থামলেও কমে যাওয়ায় ম্যাচ শুরুর আশা করছেন গ্যালারিতে থাকা দর্শকরাও। তবে ক্রিজ এখনো কভারে ঢাকা রয়েছে।
বৃষ্টি থামার জন্য আম্পায়াররা অপেক্ষা করবেন রাত ৯.৪০ মিনিট পর্যন্ত। এর মধ্যে বৃষ্টি না থামলে ম্যাচ পণ্ড হবে।
সকাল থেকেই মিরপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকাল গড়াতে সেই বৃষ্টির মাত্রা ক্রমশ বাড়তে থাকে। ফাইনাল ম্যাচকে সামনে রেখে ম্যাচ শুরুর বেশ আগেই গ্যালারিতে উপস্থিত হওয়া শুরু করেন দর্শকরা। যদিও বৃষ্টির কারণে বিড়ম্বনার শিকার হয়েছেন তারাও। সেন্ট্রাল উইকেট ঢেকে রাখা হয়েছে কভারে। ব্যস্ত সময় পার করতে হচ্ছে মাঠকর্মীদের।





ফাইনাল ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলে দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও
যৌথভাবে সিরিজের শিরোপা জিতবে। বৃষ্টির কারণে সময়ক্ষেপণ হওয়ায় ম্যাচ শুরু হলেও খেলা হবে কার্টেল ওভারে। তাতেও বৃষ্টি বাধা দিলে দ্বিতীয় ইনিংসে কষতে হতে পারে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির সমীকরণ।
তবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির আশ্রয় নেওয়ার মত পর্যাপ্ত খেলা হওয়ার আগেই যদি ম্যাচ পণ্ড হয়ে যায়? সেক্ষেত্রে নিয়তি হবে একটাই- ট্রফি ভাগাভাগি!
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।