বাংলাদেশকে নিয়ে ‘ডুবতে চান’ গুলবাদিন!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-06-24T10:15:50+06:00
আপডেট হয়েছে - 2019-06-24T14:07:46+06:00
বাংলাদেশ দল সেমিফাইনালের দৌড়ে এখনো টিকে রইলেও আফগানিস্তানের বেজে গেছে বিদায় ঘণ্টা। দলটির অধিনায়ক গুলবাদিন নাইব শেষ চারে জায়গা না করে বিদায় নেওয়াকে আখ্যা দিচ্ছেন ‘ডুবে যাওয়া’ হিসেবে। আর জানালেন, সেই ডুবে যাওয়াতে বাংলাদেশকেও সঙ্গী করতে চান তারা!
[caption id="attachment_87202" align="aligncenter" width="700"]

গুলবাদিন নাইব। ফাইল ছবি[/caption]
বেফাঁস মন্তব্য করার দুর্নাম আফগান ক্রিকেটারদের অনেক আগে থেকেই। বিশেষ করে শক্তিমত্তার বিচারে যেন একটু মাত্রাতিরিক্ত দাম্ভিকতাই এশিয়ার দলটির। সেই আফগানিস্তান এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে একটি ম্যাচেও জিততে পারেনি। বাংলাদেশের জন্য এই ম্যাচটি আগের ৬টি ম্যাচের চেয়ে সহজ- পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা বিচারে।
তবে আফগান অধিনায়ন গুলবাদিন বাংলাদেশকে যে হুমকি দিয়েছেন, তাতে উঠেছে অখেলোয়াড়সুলভ আচরণের প্রশ্ন।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাসিমুখে গুলবাদিন বলেন-
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।‘আমরা তো ইতোমধ্যে ডুবে গিয়েছি প্রিয়। কিন্তু আমরা তোমাদেরকে (বাংলাদেশ) আমাদের সঙ্গে নিয়েই ডুববো।’
আফগানিস্তান এই সাহস পাচ্ছে মূলত আগের ম্যাচে
ের উপর দারুণ চাপ সৃষ্টি করার দরুন। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে আফগানিস্তানের বোলিং পারফরম্যান্স ছিল সমীহ জাগানিয়া। যদিও অভিজ্ঞতার অভাবে দলটি সহজ লক্ষ্যে খেলতে নেমেও জয় তুলে নিতে পারেনি।
বাংলাদেশের বিপক্ষে অতীতে সাফল্য পাওয়ায় মাশরাফি বিন মুর্তজার দলকে যেন খুব বড় প্রতিপক্ষ হিসেবে নিতে নারাজ দলটি। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা আফগানিস্তানের জয় এখনো রয়ে অধরা, একইসাথে নিশ্চিত হয়েছে সেমির আগে বিদায়। তবে আফগানিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের সেমির সমীকরণের 'কাঠিন্য' এখনকার চেয়ে কিছুটা কমবে।
ভিডিওতে দেখুন-
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।