টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা ১৫ই এপ্রিল

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-03-07T12:12:25+06:00
আপডেট হয়েছে - 2019-03-08T14:01:09+06:00
ইংল্যান্ড এবং ওয়েলসে আসন্ন বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। আগামী ৩০শে মে শুরু হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। বিশ্বকাপ শুরুর দেড় মাস আগেই দল ঘোষণার জন্য সময় বেধে দিয়েছে আইসিসি।

ে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত। তার আগেই শেষ করেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যদিও একটি ম্যাচেও জয় পাইনি মাশরাফির দল। তবে ইংল্যান্ড বিশ্বকাপের দলে বর্তমান দল থেকে খুব বেশি পরিবর্তন হবে না।
ইতোমধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঠিক করেছে নির্বাচকরা। মূলত খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকার জন্যই এই প্রাথমিক দলটি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আগামী ১৫ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপের দল ঘোষণার প্রসঙ্গে টাইগারদের প্রধান নির্বাচক জানান, 'বিশ্বকাপের আগে আমাদের সব প্রোগ্রাম ঠিক করা আছে। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১৫ এপ্রিল চূড়ান্ত দল দিয়ে দেব।'
বিশ্বকাপ শুরু বেশ আগেই ইউরোপে যাবে মাশরাফির দল।
ে ১লা মে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে সেই বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হলো উইন্ডিজ। ত্রিদেশীয় টুর্নামেন্টটি বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিতেও কাজে আসবে এই সিরিজ।
ত্রিদেশীয় সিরিজ শেষ করেই টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে। বিশ্বকাপ খেলা ৩০ মে শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।
বিশ্বকাপের আগে বাংলাদেশের চিন্তার বিষয় সাকিব-মুশফিকদের ইনজুরি। দীর্ঘদিন ধরেই সাকিব আঙুলের আর মুশফিক পাজরের ব্যথায় ভুগছেন। নিউজিল্যান্ড সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি
। ওয়ানডে সিরিজ খেললেও প্রথম টেস্টে খেলতে পারেননি
।
টাইগার তারকা পেসার
তো সিরিজ শুরু আগেই চোটে ছিটকে পড়েছিলেন। তবে এক মাসের মধ্যেই মাঠে ফিরবেন তিনি। ওপেনার
েরও আছে হালকা চোট। তাই ব্যাকআপ রেখেই বিশ্বকাপের দল নির্বাচন করতে হবে বাংলাদেশের।