বাংলাদেশে ইতি টানার আগে স্মৃতিকাতর মাসাকাদজা

প্রকাশিত হয়েছে - 2019-09-12T20:17:36+06:00
আপডেট হয়েছে - 2019-09-12T20:54:33+06:00
অবসর তিনি নিয়েছিলেন আগেও। উত্থান-পতনের ক্যারিয়ারে ক্লান্তি এলে যেমনটি করে থাকেন অনেক তারকা ক্রিকেটারই। তবে সেই অবসর ভেঙেছিলেন চার বছরের মাথায়। এবার চিরতরে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানাতে চলেছেন হ্যামিল্টন মাসাকাদজা। বিদায় নেওয়ার সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন শক্ত হাতে।

মাসাকাদজার সে ‘শেষের শুরু’ হবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর), বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচ দিয়ে। নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশেই খেলেছিলেন। সেসব নিয়ে আলাপ উঠতেই মনে করলেন- ২০০৫ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা ম্যাচগুলোর কথা। আর বিদায় বেলায় স্মৃতিকাতরতা তো একটুআধটু কাজ করলই!




মাসাকাদজা বলেন,
‘লম্বা ও সাফল্যের একটি ক্যারিয়ার আমার। পুরো ক্যারিয়ারে উত্থান ছিল, পতন ছিল। আমি অবশ্য প্রত্যেক মুহূর্তই উপভোগ করেছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার এসব দিন অনেক উপভোগ করার মত। আমাকে যদি আবারো নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হত, অবশ্যই আমি সেটা বেছে নিতাম।’
‘আমরা একবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছিলাম। যে বিষয়টি সবচেয়ে বেশি মনে পড়ে- উইকেট অনেক ফ্ল্যাট ছিল আর পৃথিবীর যেকোনো জায়গার চেয়েও সম্ভবত ভালো ব্যাটিং বান্ধব ছিল।’
- বলেন মাসাকাদজা।





মাসাকাদজা মনে করেন, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বাংলাদেশকে হারানোর সক্ষমতা তার দলের আছে। কারণ যেকোনো একজন ক্রিকেটারের পারফরম্যান্সই টি-টোয়েন্টি ম্যাচে দলকে জয় এনে দিতে পারে।
তিনি বলেন,
‘ম্যাচের ফরম্যাট যত ছোট হবে, দলগুলোর ব্যবধান ততই কমে আসবে। টি-টোয়েন্টি এমন একটি ফরম্যাট, যেখানে যে কেউ একাই ম্যাচ টেনে নিতে পারে ও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সব মিলিয়ে এই ফরম্যাটে বড় দল কিংবা ছোট দল বলে কিছু নেই।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।