██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বাংলাদেশে খেলতে মুখিয়ে আছেন ওয়াটসন

বাংলাদেশে খেলতে মুখিয়ে আছেন ওয়াটসন
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2019-07-18T12:43:44+06:00

আপডেট হয়েছে - 2019-07-18T13:24:16+06:00

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে খেলবেন শেন ওয়াটসন। বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বাংলাদেশে খেলতে মুখিয়ে আছেন ওয়াটসন
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্স সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ভেরিফাইড পেইজে পোস্টের মাধ্যমে ওয়াটসনের একটি ভিডিওসহ তার খেলতে আসার বিষয়টি নিশ্চিত করে। এই অজি অলরাউন্ডার সেই পোস্টটির প্রত্যুত্তরে বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে তার উত্তেজনা লুকোননি।
টুইট বার্তাটিতে তিনি লেখেন, 
'বাংলাদেশে সতীর্থদের সাথে যোগ দেয়ার জন্য আর তর সইছে না। আশা করছি, খুলনা টাইটান্সের হয়ে একটা ভালো মৌসুম কাটবে।'
এবারই প্রথম বিপিএল খেলতে আসবেন ওয়াটসন। ২০১৬ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তিনি। তবে নিয়মিতই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল),
সুপার লিগ (পিএসএল), অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে খেলে যাচ্ছিলেন। অবশ্য কয়েক মাস আগে বিগ ব্যাশ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন।
অস্ট্রেলিয়ান তারকাদের  বিপিএলে খুব একটা দেখা যায় না। তবে গত বছর কয়েকটা করে ম্যাচ খেলে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এবার তারকা অলরাউন্ডার ওয়াটসনও সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার টি-২০ ক্রিকেটে ৩১৬টি ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ ৮ হাজার ১৮২ রান। ব্যাটিং গড় ২৯.৭৫। স্ট্রাইকরেটটাও দারুণ, ১৩৮.৭৪! এই রান করার পথে তিনি হাঁকিয়েছেন ৬টি শতক ও ৪৮টি অর্ধশতক। এছাড়া ডানহাতি পেস বোলিংয়ে ২৩১ ম্যাচে শিকার করেছেন ২১৬ উইকেট। খুলনা টাইটান্স বিপিএলের গত আসরে ব্যর্থ ছিল। পয়েন্ট টেবিলের শেষে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। তাই এবার আগের থেকেই দল গোছাতে নেমেছ ফ্র্যাঞ্চাইজিটি। আইকন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের বদলে ইতোমধ্যে তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে দলটি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.