বাবরের ব্যাটিং ঝড়ে পাকিস্তানের সহজ জয়

প্রকাশিত হয়েছে - 2020-11-07T19:50:56+06:00
আপডেট হয়েছে - 2020-11-07T19:52:40+06:00
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উইকেটে হারিয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে দলকে ১৫৬ রানের সংগ্রহ এনে দেন মাধিভেরে। তবে বাবর আজমের ৮২ রানের ঝড়ো ইনিংসে তার ম্লান হয়ে গিয়েছে।

রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের। রানের খাতা খোলার আগেই জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবাকে আউট করে দেন মোহাম্মদ হাসনাইন। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ও ব্রেন্ডন টেলর সেই ধাক্কা সামাল দেওয়ার ইঙ্গিত দিয়েও ব্যর্থ হন। ভালো শুরু করা টেলর ১৩ বলে ২০ রান করে হারিস রউফের শিকারে পরিণত হন।
ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়েসলে মাধিভেরের সাথে ৩৬ রানের জুটি গড়ে বিদায় নেন শেন উইলিয়ামসও। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ২৫ রান। তারপর সিকান্দার রাজা ও রায়ান বার্ল দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যান।
আজকেই অবসরের ঘোষণা দেওয়া এলটন চিগুম্বুরা শেষ পর্যন্ত মাধিভেরেকে সঙ্গ দেন। ১৩ বলে ২১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন চিগুম্বুরা। মাধিভেরে করেন ৪৮ বলে ৭০ রান। তার ঝলমলে ইনিংসটিতে ছিল ৯টি চার ও একটি ছক্কা।
নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন হারিস রউফ ও ওয়াহাব রিয়াজ।
জবাবে পাকিস্তানের পক্ষে উড়ন্ত সূচনা করেন ফখর জামান ও বাবর আজম। ফখরকে আউট করে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ব্লেজিং মুজারাবানি। রিচার্ড এনগারাভার শিকার হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হন তরুণ তুর্কি হায়দার আলি। ফেরেন ৮ বলে ৭ রান করে।
একপ্রান্তে ঠিকই ছুটতে থাকে বাবরের ব্যাট। এই ইনিংসেই তিনি চলতি বছরে স্বীকৃত টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটসম্যান হিসাবে ১ হাজার রান স্পর্শ করেছেন। দলকে জয়ের বন্দরে রেখে ৫৫ বলে ৮২ রান করে বিদায় নেন বাবর। তার ঝড়ো ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। টেন্ডায় চাতার শিকার হওয়ার আগে তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজের সাথে ৮০ রানের জুটি গড়েন বাবর।
জয় থেকে ১ রান দূরে থাকতেই মাঠ ছাড়েন হাফিজ। মুজারাবানির দ্বিতীয় শিকার হন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি করেন ৩৬ রান। ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।জিম্বাবুয়ে
১৫৬/৬ (২০ ওভার)
মাধিভেরে ৭০*, উইলিয়ামস ২৫, চিগুম্বুরা ২১, টেলর ২০;
রউফ ২/২৫, ওয়াহাব ২/৩৭।
পাকিস্তান
১৫৭/৪ (১৮.৫ ওভার)
বাবর ৮২, হাফিজ ৩৬, ফখর ১৯;
মুজারাবানি ২/২৬, চাতারা ১/২৫।
পাকিস্তান ৬ উইকেটে জয়ী।