বিকেএসপিতে আকবর আলীর ব্যাটে ঝড়, রিয়াদদের সামনে বড় লক্ষ্য

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-03-30T12:41:48+06:00
আপডেট হয়েছে - 2022-03-30T12:43:41+06:00
বিকেএসপিতে ব্যাট হাতে ঝড় তুললেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক আকবর আলী। মাত্র ২৯ বলে অর্ধশতক হাঁকান আকবর।
[caption id="attachment_115368" align="aligncenter" width="800"]

আকবর আলী। ফাইল ছবি[/caption]
আগের ম্যাচেও শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন আকবর। অবশ্য সেদিন অর্ধশতক হাঁকাতে না পারলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তা পূর্ণ করেন গাজী গ্রুপের এ অধিনায়ক। টস হেরে আগে ব্যাট পেয়ে শুরুতেই মেহেদী মারুফকে হারায় গাজী গ্রুপ।
তৃতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসান ও ফরহাদ হোসেন মিলে দলকে ভালো রান এনে দেন। তাঁদের দুজনের জুটি থেকে আসে শতরান। ৫৮ বলে ৫৯ রান করে নাজমুল অপুর বলে আউট হন মাহমুদুল। তার বিদায়ের পর ফরহাদের সঙ্গে জুটি বাঁধেন আকবর-উর-রহমান।
ফরহাদও অর্ধশতক হাঁকান। তাঁকে থামতে হয় দলীয় ১৫৩ রানে। ৬২ রান করে মাহমুদউল্লাহর বলে আউট হন তিনি। আলামিন জুনিয়রের বিদায়ের পর ক্রিজে আসেন আকবর আলী। তারপরেই ব্যাট হাতে তাণ্ডব শুরু হয় গাজী গ্রুপের এ অধিনায়কের।
ক্রিজে নামার পর থেকেই আগ্রাসী ব্যাটিং করেন তিনি। তার আগ্রাসী ব্যাটিংয়ের সামনে পাত্তাই পাচ্ছিলেন না মোহামেডানের বোলাররা। নিজের অর্ধশতকটি আসে মাত্র ২৯ বলে। তার সঙ্গ পেয়ে রান করেন আরেক আকবর। দুই আকবর মিলে ৮১ রানের জুটি গড়েন।
অবশ্য তাঁতেও থেমে ছিলেন না আকবর আলী। নিজের ইনিংস নিয়ে গেছেন শেষ ওভার পর্যন্ত। ৫ চার ও ৬ ছক্কায় ৪৫ বলে ৮৯ রানের টর্নেডো ইনিংস খেলে মাঠ ছাড়েন আকবর। তার ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৩৪৬ রানে তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মোহামেডানের হয়ে দুটি করে উইকেট পান মিশু ও মাহমুদউল্লাহ।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।