বিজয় দিবসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অন্যরকম 'চমক'

প্রকাশিত হয়েছে - 2019-12-16T15:24:22+06:00
আপডেট হয়েছে - 2019-12-16T15:24:22+06:00

মহান বিজয় দিবসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের মাটিতে। বঙ্গবন্ধু বিপিএলের দলটি বিশেষ এই দিনে সবাইকে চমকে দিল ভিন্নধর্মী আয়োজনে। সাগর পাড়ের দলটি নিজেদের মাঠে নামার আগে শুরু করেছে অনুশীলন। নিজ মাঠে প্রস্তুতির জন্য আসা কোচ-ক্রিকেটাররা এদিন বহন করেন বাংলাদেশের পতাকা।




বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের চট্টগ্রাম পর্বের খেলা শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। তার আগে ১৬ ডিসেম্বর নিজেদের মাটিতে অনুশীলন করে দলটি। অনুশীলনে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে দলের সবার বিজয় উদযাপন। লাল-সবুজ পতাকা হাতে সবাই ছিলেন উচ্ছ্বসিত।

অনুশীলনের এক পর্যায়ে দলের সবার হাতেই শোভা পাচ্ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ক্রিকেটার থেকে কোচ- সবার হাতে ছিল একটি করে ছোট পতাকা। মাথায় পরেন বিজয় দিবসের ব্যান্ডেনা। একটি বড় পতাকা হাতে দলীয় ছবিও তোলেন। মাহমুদউল্লাহ রিয়াদের মত কেউ কেউ পতাকাকে গায়ে জড়িয়ে নিলেন। হুট করে যেন বিজয়োৎসব শুরু হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।





অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এ সময় তিনি বলেন,
'বিজয় দিবস... এটা (স্বাধীনতা) আমাদের সবার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। বিদেশি যারা আছে তারাও আজ বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে এসেছে। এটা আমাদের সবাইকে অন্যরকম অনুভূতি দিচ্ছে।'
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।