██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বিজয়-নাসিরের শতকে প্রাইম ব্যাংকের দাপুটে জয়

বিজয়-নাসিরের শতকে প্রাইম ব্যাংকের দাপুটে জয়

প্রকাশিত হয়েছে - 2022-03-18T20:32:41+06:00

আপডেট হয়েছে - 2022-03-18T20:33:23+06:00

এনামুল হক বিজয় ও নাসির হোসেনের শতকের সুবাদে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮৬ রানের ব্যবধানে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে প্রাইম ব্যাংক সংগ্রহ করে ৬ উইকেটে ৩১৪ রান। জবাবে রূপগঞ্জ টাইগার্স থামে ২২৮ রানে।
[caption id="attachment_195064" align="aligncenter" width="640"]
বিজয়-নাসিরের শতকে প্রাইম ব্যাংকের দাপুটে জয়
সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন বিজয়।[/caption] টস হেরে আগে ব্যাট করতে নামে রূপগঞ্জ। রানের খাতা খোলার আগেই ফরহাদ রেজার স্লোয়ার বলে স্ট্যাম্পিং হন শাহাদাত হোসেন দীপু। দ্বিতীয় উইকেটে বিজয়ের সাথে ৩৯ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন অভিমন্যু ঈশ্বরন। অভিমন্যু করেন ২১ বলে ২১ রান। তৃতীয় উইকেটে ১৯৬ রানের জুটি গড়ে প্রাইম ব্যাংককে বড় সংগ্রহ এনে দেয় বিজয়-নাসির জুটি। ৫৯ বলে অর্ধশতক স্পর্শ করা বিজয় তিন অঙ্ক স্পর্শ করেন ১০৮ বলে। এই উইকেটরক্ষক ব্যাটার থামেন ১২৫ বলে ১২৭ রান করে। তার ঝলমলে ইনিংসটি সাজানো ছিল আটটি করে চার ও ছয়ে। শতক হাঁকান নাসিরও। শতক হাঁকানোর পর চোট নিয়ে একবার মাঠও ছেড়েছিলেন তিনি। শেষে আবার নামেন এবং ১০৩ বলে ১০৫ রান নিয়ে অপরাজিত থাকেন। এছাড়া শেষ দিকে শেখ মেহেদী হাসান ১৬ বলে ১৭ রান ও নাহিদুল ইসলাম ১৫ বলে ২০ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংক সংগ্রহ করে ৩১৪ রান। রূপগঞ্জ টাইগার্সের পক্ষে ফরহাদ রেজা ও শফিকুল ইসলাম দুইটি করে উইকেট নেন। [caption id="attachment_195083" align="aligncenter" width="800"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
হার না মানা শতক হাঁকান নাসির[/caption] বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন মিজানুর রহমান। তবে দ্বিতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ে রূপগঞ্জ টাইগার্সকে সঠিক পথেই রাখেন জাকির হাসান ও বাবা অপরাজিত। দুর্দান্ত খেলতে থাকা জাকিরকে শিকার করেন রাকিবুল হাসান। জাকিরের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৬৩ রান। তিনি হাঁকান ছয়টি চার ও দুইটি ছক্কা। তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন অপরাজিত ও
রাব্বি। তখনও মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণে আছে রূপগঞ্জ টাইগার্স। রাব্বিকে শিকার করে প্রাইম ব্যাংককে ম্যাচে ফেরান দেলোয়ার হোসেন। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে রূপগঞ্জ টাইগার্স। রাকিবুল ও অলক কাপালির বোলিং তোপে শেষ ৫৮ রানেই আটটি উইকেট হারিয়ে ফেলে রূপগঞ্জ টাইগার্স। ফলে ২২৮ রানে অল-আউট হয়ে হেরে যায় ম্যাচ। ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়। প্রাইম ব্যাংকের পক্ষে রাকিবুল চারটি ও কাপালি তিনটি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
৩১৪/৬ (৫০ ওভার) বিজয় ১২৭, নাসির ১০৫*, অভিমন্যু ২১, নাহিদুল ২০*, মেহেদী ১৭; শফিকুল ২/৫১, ফরহাদ ২/৫৫।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
২২৮/১০ (৪৪.২ ওভার) অপরাজিত ৭৯, জাকির ৬৩; রাকিবুল ৪/৪৪, কাপালি ৩/২৮।
more
দক্ষিণ আফ্রিকাবাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সব খেলা সরাসরি দেখুন এখানে
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.