বিপিএলের আগামী আসরে খেলবেন মরগান

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-06-23T14:40:53+06:00
আপডেট হয়েছে - 2019-06-23T15:26:25+06:00
দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে মাঠ মাতাবেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

চলতি বছরের শেষদিকে শুরু হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগটির সপ্তম আসর। আর এই আসরের মাধ্যমে বিপিএলে মরগান খেলতে যাচ্ছেন প্রথমবারের মত। একবারের শিরোপাজয়ী দল ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।




ঢাকা ডায়নামাইটসের দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে মরগানকে দলে ভেড়ানোর এই খবর। বিপিএলের প্রতিটি আসরেই নামীদামী তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়ে ২০১৬ সাল থেকে টুর্নামেন্টে ঢাকা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি। এবারো ঘটছে না এর ব্যতিক্রম। দল গোছানোর ভাবনা থেকেই আসর শুরুর অনেক আগে নিশ্চিত করা হয়েছে বিশ্বকাপের স্বাগতিক দল
ের অধিনায়কের দলে অন্তর্ভুক্তি।
বিপিএলের সপ্তম আসর মাঠে গড়াবে চলতি বছরের নভেম্বরে এবং শেষ হবে ডিসেম্বরে। টুর্নামেন্টটির সর্বশেষ তথা ষষ্ঠ আসরও অনুষ্ঠিত হয় এই বছরই- জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। যদিও জাতীয় নির্বাচনের কারণে সেই আসরটি নির্ধারিত সময়ের চেয়ে কয়েকদিন পিছিয়ে যায়। ২০১৯ সালে বিপিএলের দর্শকরা তাই দুটি আসরের স্বাদ নেবেন।





ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে এবার মরগান বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিলেও ২০১৬ সালে ইংল্যান্ড জাতীয় দলের বাংলাদেশ সফরে অনাগ্রহী ছিলেন তিনি। এমনকি নিরাপত্তাহীনতার শঙ্কাকে কারণ হিসেবে দেখিয়ে সফর থেকে নাম প্রত্যাহারও করে নেন। যদিও বরাবরের মত সেবারও ইংল্যান্ড জাতীয় দল কোনোরকম বাধাবিঘ্ন ছাড়াই সফর সম্পন্ন করে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।