বিপিএলে রাজশাহীর হয়ে খেলবেন ফ্র্যাঙ্কলিন

প্রকাশিত হয়েছে - 2017-07-08T22:26:50+06:00
আপডেট হয়েছে - 2017-07-08T22:26:50+06:00

প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির আসন্ন আসরকে ঘীরে নিজেদের মতো দল সাজাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। দল সাজানোর দিক দিয়ে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। বিপিএলের জন্য সাঙ্গাকারা, আফ্রিদি, ওয়াটসনদের মতো তারকা ক্রিকেটারদের দলে ভিড়াচ্ছে ঢাকা ডাইনামাইটস।
তবে পিছিয়ে নেই খুলনা টাইটানসও। ক্রিস লিন, সরফরাজ আহমেদ, শাদাব আহমেদ, কাইল অ্যাবট, রাইলি রুশোদের নিয়ে দল গড়েছে টাইটানস। তবে খুলনা ও ঢাকা বাদে দল গুছানোর ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিপিএলের বাকি দলগুলো। বিপিএলের জন্য দল গুছানো শুরু করেছে রংপুর রাইডার্স।
তবে পিছিয়ে নেই রাজশাহী কিংসও। গত আসর থেকে স্যামি, সমিত প্যাটেলদের রেখে দিয়েছে রাজশাহী কিংস। নতুন করে স্যামি, প্যাটেল বাদে নতুন করে দলে নিয়েছে
অল রাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকে। রবিবার ফ্র্যাঙ্কলিনের দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কিংস।
https://www.facebook.com/rajshahikings/photos/a.1654097658253984.1073741828.1652694035061013/1810759099254505/?type=3&theater
আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ৩১ টেস্ট, ১১০ ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি খেলেছে এই অল-রাউন্ডার। দলের হয়ে বল ও ব্যাট হাতে বেশ সফল ফ্র্যাঙ্কলিন। আন্তর্জাতিক বাদে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, লাহোর, অ্যাডিলেডর মতো দলের হয়েও।