বিপ্লবের অলরাউন্ড পারফরম্যান্সে জিতল ব্রাদার্স ইউনিয়ন

প্রকাশিত হয়েছে - 2022-04-15T20:50:39+06:00
আপডেট হয়েছে - 2022-04-15T20:50:39+06:00
রোমাঞ্চকর ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৩ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাট করে বিপ্লব ও ধীমানের ব্যাটে চড়ে ব্রাদার্স ইউনিয়ন সংগ্রহ করে ৫ উইকেটে ৩০৬ রান। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ২৯২ রানে অল-আউট হয়।
[caption id="attachment_198019" align="aligncenter" width="670"]

ম্যাচসেরা হয়েছে ব্রাদার্সের বিপ্লব[/caption]
টস হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৫ রান পায় ব্রাদার্স ইউনিয়ন। তারপর ১০৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে দলটি। মোহাম্মদ আশরাফুল করেন ৪২ বলে ২৮ রান। চতুর্থ উইকেটে বড় জুটি গড়ে ব্রাদার্সকে ম্যাচে ফেরান আমিনুল ইসলাম বিপ্লব ও ধীমান ঘোষ। তারা গড়েন ১৪০ রানের জুটি।
শতকের পথে হাঁটছিলেন বিপ্লব। তবে ৮৮ রানে আউট হয়ে যান তিনি। বিপ্লবের ৭৫ বলের ঝলমলে ইনিংসটিতে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা। ধীমান অপরাজিত থাকেন ৮৯ রানে। তার ৭৪ বলের ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও চারটি ছক্কার মারে। চতুরাঙ্গা ডি সিলভা খেলেন ১০ বলে ৩০ রানের টর্নেডো ইনিংস। তার ব্যাট থেকেও আসে চারটি ছক্কা।
নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন সংগ্রহ করে ৩০৬ রান। খেলাঘরের পক্ষে দুইটি উইকেট নেন হোসেন আলি।
জবাব দিতে নেমে খেলাঘরকে উড়ন্ত সূচনা এনে দেন পিনাক ঘোষ ও হাসানুজ্জামান। ৩.৪ ওভারে তাদের ৪১ রানের জুটি ভাঙেন সাকলাইন সজীব। পিনাক আউট হন ১১ বলে ১৬ রান করে। হাসানুজ্জামান ২৮ বলে ৩৯ রান করেন। অমিত হাসান ৪৬ বলে ৪৬ রান, প্রীতম কুমার ৭৪ বলে ৭২ রান ও ইলিয়াস সানি ৬৬ বলে ৬২ রান করে দলকে জয়ের পথে রাখেন।
তবে শেষটা রাঙাতে পারেননি খেলাঘর। চার বাকি থাকতেই ২৯৩ রানে অল-আউট হয়ে যায় দলটি। ফলে ১৩ রানের জয় পায় ব্রাদার্স। ব্রাদার্সের পক্ষে সজীব চারটি উইকেট নেন। একটি উইকেট নেন ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলা বিপ্লব। আশরাফুলও একটি উইকেট পান। ম্যাচসেরা হয়েছেন বিপ্লব।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়ন
৩০৬/৫ (৫০ ওভার)
ধীমান ৮৯*, বিপ্লব ৮৮, ইমতিয়াজ ৩০, চতুরাঙ্গা ৩০*, আশরাফুল ২৮, সাদমান ২০;
হোসেন ২/৭১।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
২৯৩/১০ (৪৯.২ ওভার)
প্রীতম ৭২, ইলিয়াস সানি ৬২, অমিত হাসান ৪৬, হাসানুজ্জামান ৩৯;
সজীব ৪/৫৩, আশরাফুল ১/২৭, বিপ্লব ১/৩৯।
ব্রাদার্স ইউনিয়ন ১৩ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।