বিরল অর্জনে নাম লেখালেন মঈন আলি

প্রকাশিত হয়েছে - 2018-08-24T14:11:31+06:00
আপডেট হয়েছে - 2018-08-24T14:11:31+06:00
ইংল্যান্ড টেস্ট দল থেকে বাদ পড়ার পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে বিরল এক কীর্তি গড়ে আবারও আলোচনায় নিজেকে নিয়ে এসেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ডাবল সেঞ্চুরির পর এক ইনিংসে ৬ উইকেট শিকার করে ৭২ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
[caption id="attachment_55225" align="aligncenter" width="725"]

ডাবল সেঞ্চুরির পর এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন মঈন আলি।
[/caption]
ওরচেস্টারশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে অভিনব এ কীর্তির দেখা পেয়েছেন ৩১ বছর বয়সী মঈন আলি। চলমান কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের খেলা প্রথম ম্যাচেই এ অর্জনের দেখা পেয়েছেন তিনি।
আগে ব্যাট করে ইয়র্কশায়ারের প্রথম ইনিংসে করা ২১৬ রানের ইনিংসে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি দলকে বড় সংগ্রহের পথ গড়ে দেন তিনি। তিন নম্বর অবস্থানে ব্যাট করতে নেমে ২৭ চার ও ৪ ছক্কায় তার করা সর্বোচ্চ ২১৯ রানের ইনিংসে চড়ে ৭ উইকেটে ৫৭২ রানের রান পাহাড় গড়ার পর ইনিংস ঘোষণা করে ওরচেস্টারশায়ার।
ব্যাট হাতে দ্যুতি ছড়ানোর পর বল হাতে দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেন তিনি। প্রতিপক্ষের ছয় উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ইয়র্কশায়ারকে মাত্র ১৭০ রানে গুঁটিয়ে দেন তিনি। মাত্র ২৩ ওভার হাত ঘুরিয়ে ৪৯ রান খরচের বিনিময়ে এ সাফল্য তুলে নেন ডানহাতি স্পিনার মঈন।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
এর ফলে ম্যাচে দলকে ইনিংস ও ১৮৬ রানের বড় ব্যবধানে জয় এনে দেওয়ার পাশাপাশি ডাবল সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট শিকারের বিরল রেকর্ড গড়ার মাইলফলক স্পর্শ করেন ৩১ বছর বয়সী ইংলিশ এ ক্রিকেটার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এমন অর্জনের দেখা পাওয়া দ্বিতীয় ক্রিকেটার মঈন আলি।
তার আগে ১৯৪৬ সালে বিল এডরিচ প্রথমবারের মতো এমন বিরল অর্জনের কীর্তি গড়েন। মিডলসেক্সের হয়ে নর্দানসিসিসির বিপক্ষে ঐবার ২২২ রান করার পাশাপাশি নিজের ঝুলিতে ৭ উইকেট জমা করেন তিনি।