বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক আবু জায়েদ

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-04-16T12:39:02+06:00
আপডেট হয়েছে - 2019-04-16T14:13:43+06:00

১৫ সদস্যের দলের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ অধিকাংশ নাম ছিল অনুমেয়। চোট পাওয়া পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার
ের দলে থাকা নিয়ে কিছুটা সংশয় থাকলেও তা দূর হয়েছে। মোহাম্মদ সাইফউদ্দিন ডাক পেলেও সুযোগ হয়নি তাসকিন আহমেদের। পেস আক্রমণে সুযোগ পেয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী। স্কোয়াডে তিনিই একমাত্র ক্রিকেটার যার এখনো ওয়ানডে অভিষেক হয়নি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট আর তিনটি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি।
স্পিনার হিসেবে থাকছেন
ও মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকেও রাখা হয়েছে দলে। তাকেও দিয়েও করানো যাবে স্পিন।




সুযোগ হয়নি ওপেনার ইমরুল কায়েসের। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আছেন
, সৌম্য সরকার আর লিটন কুমার দাস। মিডল অর্ডারের ব্যাটসম্যান আছেন
, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ আর সাকিব আল হাসান।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাত ক্রিকেটার। এরা হলেন মোসাদ্দেক, লিটন, মিঠুন, আবু জায়েদ, সাইফউদ্দিন, মুস্তাফিজ আর মিরাজ।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী।




বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-
২ জুন-
বনাম
; ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল।
৫ জুন-
বনাম
; দ্যা ওভাল, লন্ডন।
৮ জুন-
বনাম বাংলাদেশ; কার্ডিফ ওয়ালস স্টেডিয়াম, কার্ডিফ।
১১ জুন-
বনাম
; ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল।
১৭ জুন-
বনাম উইন্ডিজ; কাউন্টি গ্রাউন্ড , টৌনটন।
২০ জুন-
বনাম বাংলাদেশ; ট্রেন্ড ব্রিজ, নটিংহ্যাম।
২৪ জুন-
বনাম
; হ্যাম্পশায়ার বোল, সাউদাম্পটন।
২ জুলাই-
বনাম
; এজবাস্টন, বার্মিংহাম।
৫ জুলাই-
বনাম
; লর্ডস, লন্ডন।