বিশ্বকাপের জন্য সেরা অস্ত্রটাই রেখে দিয়েছে দক্ষিণ আফ্রিকা!

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-05-16T15:38:00+06:00
আপডেট হয়েছে - 2019-05-16T20:04:25+06:00
বিশ্বকাপ আরম্ভ হতে আর বাকি মাত্র ১৪ দিন। ইতোমধ্যে বিশ্বকাপ জেতার দৌড়ে কে এগিয়ে থাকবে সেটি বলাবলিও শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন নিজের সেরা অস্ত্রটাই রেখে দিয়েছে বিশ্বকাপের জন্য। নিজের শেষ বিশ্বকাপে সবটুকু উজাড় করে দিতে চান স্টেইন।
[caption id="attachment_81889" align="aligncenter" width="1024"]

শেষ বিশ্বকাপে নিজের সবটুকু উজাড় করে দিতে চান স্টেইন। ছবিঃ গেটি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
বিশ্বকাপের প্রতিটা আসরেই হট ফেবারিট হয়ে টুর্নামেন্ট শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে এবার আর সেটি হচ্ছে না। দলে নেই এবি ডি ভিলিয়ার্সের মত তারকা ক্রিকেটার। গত আসরে মর্নে মরকেল, ডি ভিলিয়ার্স, স্টেইনদের মত তারকা ছিল দলে। গতবারের তুলনায় এবারের দল অনেকটাই দুর্বল।





এবারের আসরে ফেবারিটের তকমা না পাওয়াটা দুর্ভাগ্যের ব্যাপার বললেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার ডেল স্টেইন। তবে বিশ্বকাপের জন্য মুখিয়ে আছে তারা এবং দলের সবাই বেশ উজ্জীবিত বলছেন স্টেইন।
“কী বলবো আর, এটা বেশ দুর্ভাগ্যজনক। এবার আমরা আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবো। পুরো দলই মোটিভেটেড যা কিনা আগে কখনো এতটা হয়নি। আমি নিজেও সতীর্থদের উজ্জীবিত করার চেষ্টা করছি এবং এটাও বলেছি যে এই সুযোগটা আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। বিশ্বকাপে ফুল ফিট হয়েই খেলতে চাই সেটা ফিজিওকে জানিয়েছে। আত্মবিশ্বাস নিয়েই আমরা বিশ্বকাপ শুরু করতে চাই। আমি সেরাটাই দিতে চাই। ড্রেসিং রুমে বিশ্বকাপ ট্রফি ছাড়া সব ট্রফিই রয়েছে।”





ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার’ হিসেবে আখ্যাহিত করা হয়। তার কারণ টুর্নামেন্টের বেশ কাছে গিয়েও শিরোপা ধরতে না পারা। ১৯৯২ সালে বৃষ্টির আইনের কারণে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি দক্ষিণ আফ্রিকার। এবার কী পারবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে ‘চোকার’ শব্দ থেকে মুক্তি দিতে?
“আমি এটা নিয়ে বিরক্ত নয়। আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর থেকে আমরা কোন ট্রফি জিততে পারিনি। ১৯৯২ সালে বৃষ্টির বাজে আইনের কাছে আমরা হেরে গিয়েছিলাম। সেটার পর থেকে আমরা ভালো ক্রিকেট খেলেছি কিন্তু জিততে পারেনি। এইবার আমরা টিম হিসেবেই খেলবো। সেটিই আমাদের সেরা অস্ত্র। আমাদের ব্যাটিং লাইন-আপে অতটা শক্তিশালী না হলেও বেশ ব্যালেন্সড।”
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।