বিশ্বকাপের মেডেল হারিয়ে লকডাউনে দিশেহারা আর্চার

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-04-26T04:37:56+06:00
আপডেট হয়েছে - 2020-04-26T04:44:02+06:00
করোনাভাইরাসে অচল অবস্থা ইংল্যান্ডে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটিতে জারি করা হয়েছে লকডাউন। তবে এই লকডাউনেই নতুন ঝামেলায় পড়েছেন ইংল্যান্ড জাতীয় দলের পেসার জফরা আর্চার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর আর্চার যে মেডেল পেয়েছিলেন, সেটি হারিয়ে ফেলেছেন!

আর্চার বাসা বদলেছিলেন সম্প্রতি, এরপর থেকেই তার সেই মেডেল লাপাত্তা। তার ধারণা, নতুন ঘরের কোথাওই আছে মেডেলটি। যদিও খুঁজতে খুঁজতেও সেই মূল্যবান স্মারকের দেখা পাননি। সব মিলিয়ে যেন দিশেহারা এই পেসার।




বিবিসিকে আর্চার বলেন,
'আমাকে একজন পোর্ট্রেট উপহার দিয়েছিল। আমার সেই পোর্ট্রেটের উপর আমি মেডেলটি ঝুলিয়ে রেখেছিলাম। ফ্ল্যাট পাল্টানোর পর নতুন বাসায় পোর্টেটটি ঠিকই ঝুলছে, কিন্তু সেখানে মেডেলটি নেই। এক সপ্তাহ ধরে আমি পুরো ঘর তন্নতন্ন করে খুঁজেছি, কিন্তু মেডেলটি পাইনি।'
দিশেহারা আর্চার তার মেডেলটি এখনো ঘরের ভেতরেই খুঁজে বেড়াচ্ছেন! তিনি বলেন,
'আমি নিশ্চিত এটা ঘরের মধ্যেই কোথাও আছে। কিন্তু খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। বিশ্বাস করুন, এছাড়া এই পরিস্থিতিতে আর কোনো উপায় নেই!'





বার্বাডোজের এই ক্রিকেটার
ের বদলে ইংল্যান্ডকে বেছে নেন, জায়গা পান গত বিশ্বকাপের দলেও। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে সুপার ওভারে লড়তে হয়েছিল ইংলিশদের। স্বাগতিক দলের পক্ষে মহাগুরুত্বপূর্ণ সুপার ওভারটি করেছিলেন আর্চারই।
বার্বাডোজ থেকে গত মাসে লন্ডনে এসেছিলেন আর্চার, এসেই আটকা পড়েন লকডাউনে। এবার মেডেলটি হারিয়ে লকডাউনেও ঘুম হারাম হওয়ার জোগাড় তারকা ক্রিকেটারের!
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।