বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় পরাজয়

প্রকাশিত হয়েছে - 2019-06-01T00:12:06+06:00
আপডেট হয়েছে - 2019-06-01T00:18:14+06:00
জয়ের খরা চলছে পাকিস্তানের। টানা দশ ম্যাছে পরাজয় নিয়ে বিশ্বকাপে এসেছিল পাকিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচেও করেছে অসহায় আত্মসমর্পণ। উইন্ডিজের কাছে সাত উইকেটে হেরেছে তারা।

ব্যাট হাতে নেমে ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ১৯৯২ সালের বিশ্বকাপে
ের বিপক্ষে ৭৪ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। বিশ্বকাপে এটি তাদের সর্বনিম্ন স্কোর।
বিশ্বকাপে পাকিস্তানের সর্বনিম্ন পাঁচটি দলীয় সংগ্রহ
৭৪ বনাম ইংল্যান্ড, ১৯৯২ বিশ্বকাপ
১০৫ বনাম উইন্ডিজ, ২০১৯ বিশ্বকাপ
১৩২ বনাম
, ১৯৯৯ বিশ্বকাপ
১৩২ বনাম
, ২০০৭ বিশ্বকাপ
১৩৪ বনাম ইংল্যান্ড, ২০০৩ বিশ্বকাপ
১০৬ রানের সহজ লক্ষ্য মাত্র ১৩.৪ ওভার খেলেই টপকে যায় উইন্ডিজরা। তাদের হাতে ছিল ২১৮ বল। সবচেয়ে বেশি বল বাকি থাকতে ম্যাচ হারের বিবেচনায় বিশ্বকাপে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় পরাজয়। এছাড়া ওয়ানডেতে এর আগে উইন্ডিজের কাছে ২২৫ বল বাকি থাকতে ম্যাচ হেরেছিল পাকিস্তান। ঐ ম্যাচে পাকিস্তানের দেওয়া ৪৪ রানের লক্ষ্য উইন্ডিজ টপকে যায় ১২.৩ ওভার ব্যাটিং করে।
দুই ইনিংস মিলিয়ে এ ম্যাচে রান হয়েছে ২১৩। বিশ্বকাপে সবচেয়ে কম রান হওয়া ম্যাচগুলোর তালিকায় এটি রয়েছে ১৫ নম্বরে। সব মিলিয়ে খেলা হয়েছে ৩৫.২ ওভার। সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচগুলোর মাঝে এটি রয়েছে চারে।
মজার ব্যাপার হলো ১৯৯২ বিশ্বকাপেও ক্যারিবিয়ানদের কাছে দশ উইকেটে হেরেছিল পাকিস্তান। শুরুতে কোণঠাসা হলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। সবাইকে চমক দিয়ে জিতে নেয় শিরোপা। সেই ১৯৯২ বিশ্বকাপ হতে পারে টানা ১১ ম্যাচ হারা পাকিস্তানের অনুপ্রেরণার উৎস।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক খবর সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।