বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন চার ক্রিকেটার

প্রকাশিত হয়েছে - 2017-04-23T17:07:22+06:00
আপডেট হয়েছে - 2017-04-23T17:07:22+06:00

ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে কয়েকজন ক্রিকেটারের বাদ পড়ার পাশাপাশি তালিকায় বেশ ক'জন নতুন মুখের সংযুক্তির গুঞ্জন আগেই শুনা যাচ্ছিল। বিসিবির কার্যনির্বাহির শনিবারের বৈঠক শেষে এ বিষয়ে চূড়ান্ত কোন ঘোষণা না জানানো হলেও, শুনা যাচ্ছে কেন্দ্রীয় চুক্তি নিয়ে চূড়ান্ত নিয়ে নেওয়া হয়েছে এ বৈঠকেই।
বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আগেই জানিয়েছিলেন এবার কেন্দ্রীয় চুক্তির অধীনে বাড়ানো হবে ক্রিকেটারদের সংখ্যা আর বাদ দেওয়া হবে
, আল-আমিন হোসেন ছাড়াও আরাফাত সানিকে। কার্যনির্বাহির বৈঠক শেষে জানা গেছে একই রকম তথ্য। তবে নতুন করে কেন্দ্রীয় চুক্তির আওতাধীন হচ্ছেন জাতীয় দলের চারজন ক্রিকেটার বলে শোনা যাচ্ছে।
নতুন চার ক্রিকেটারের মধ্যে তরুণ উদীয়মান ও প্রতিভাবান ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন ও দুই পেসার
ও কামরুল ইসলাম রাব্বি। তবে কোন ক্রিকেটার কোন গ্রেডে অন্তর্ভুক্ত হচ্ছেন এ বিষয়ে পাওয়া যায়নি সুস্পষ্ঠ ধারণা। ক্রিকেটারদের গ্রেডিং নির্ধারণ করতে না পারার জন্যই কেন্দ্রীয় চুক্তির আওতাধীন তালিকা প্রকাশ করতে বিলম্ব হচ্ছে বলেও জানা গেছে।
আরো পড়ুনঃ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের খসড়াসূচি
এদিকে, কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের গ্রেডিং এখন থেকে পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে বলে বিসিবির পক্ষ থেকে জানা গেছে। উল্লেখ্য, পূর্ববতী সময়ে ক্রিকেটারদের গ্রেডিংয়ের আওতাধীন আনা হতো ম্যাচ সংখ্যা বিবেচনায়!