বিয়ের কারণে 'পরিবর্তন' আসবে, বুঝতে পেরেছেন সৌম্য

প্রকাশিত হয়েছে - 2020-03-09T22:49:20+06:00
আপডেট হয়েছে - 2020-03-09T22:55:36+06:00
গত বছর নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর ক্রিকেটারদের মধ্যে বিয়ের ধুম পড়েছিল। সেই যাত্রায় বিয়ে করেননি সৌম্য সরকার। তবে বাঁহাতি ব্যাটসম্যান থেকে অলরাউন্ডারে পরিণত হওয়া এই তারকা ক্রিকেটার প্রিয়তমার সাথে শুভকাজটা সেরে ফেললেন গত মাসে।

একসাথে এত ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসায় ক্রিকেট অঙ্গনে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাদের নতুন জীবন। গণমাধ্যমেরও তাই আগ্রহের কমতি নেই। দেরিতে বিয়ে করেছেন বলে সৌম্য বাদ যাবেন কেন! তাকেও শুনতে হল বিয়ে সংক্রান্ত প্রশ্ন।




লিটন দাস বলেছিলেন- বিয়ের পর পরিপক্বতা বেড়েছে তার। লিটনের পরিপক্বতা স্পষ্ট তার পারফরম্যান্সেও। বিপিএলের পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ছন্দে ছিলেন, টি-টোয়েন্টিতেও পেয়েছেন দারুণ শুরু। সৌম্যও বিয়ের পরপরই খেললেন ৩২ বলে ৬২ রানের এই বিধ্বংসী ম্যাচ জেতানো ইনিংস। বিয়েই কি তবে টনিক?
বিয়ের পর কোনো পরিবর্তন হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সৌম্য বলেন,
'কয়দিনই হল মাত্র বিয়ের। এরপর এই একটা ম্যাচ খেললাম। তবে পরিবর্তন হবে যে এটা বোঝা যাচ্ছে।'





সৌম্যর রসিক উত্তর শুনে হাসির রোল পড়ে গেল সংবাদ সম্মেলন কক্ষে। বিয়ের পর মাঠে নেমেই বাজিমাত। দলকে জিতিয়ে 'ম্যান অব দ্যা ম্যাচ' হতে নতুন সত্তা 'অলরাউন্ডার' ধারণ করা লাগেনি, বাজিমাত করলেন ব্যাটসম্যান হিসাবেই। প্রসঙ্গক্রমে জানালেন, জিম্বাবুয়ের বিপক্ষে ভালো করার তাড়না সবসময়ই কাজ করে। একইসাথে জানালেন, হুটহাট ঝড় তোলার পরিকল্পনা কীভাবে সাহায্য করেছে তাকে।
সৌম্য বলেন,
'আমার অভিষেক জিম্বাবুয়ের বিপক্ষেই হয়েছিল। (ভালো করার তীব্র আকাঙ্ক্ষা বুঝিয়ে) ঐ মনোভাবটা রয়ে গেছে। ওদের সাথে মনোযোগও বেশি থাকে। আগে স্ট্রাইক রেট অনেক বেশি রাখার চেষ্টা করতাম। এখনো করি। তবে এখন সব ওভারে না মেরে একজন বোলারকে টার্গেট করি বা পরিস্থিতি অনুযায়ী ব্যাট করি।'
ব্যাটিং অর্ডারের উপরের দিকে তিনি স্বাচ্ছন্দ্য হলেও দলের প্রয়োজনে শেষ স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবেও খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে টপ অর্ডারে ঝড় তোলা সৌম্য যেখানেই সুযোগ পান, সেখানেই রাখতে চান সামর্থ্যের প্রমাণপত্র।
তিনি বলেন,
'ভারতেও তিন নম্বরেও খেলেছিলাম। ওখানে যে ৩০-৪০ রান করেছিলাম ওগুলো বড় করলে হয়ত পাকিস্তানে আমার পজিশনেই (টপ অর্ডার) থাকতে পারতাম। চেষ্টা করছি যখনই যেখানে সুযোগ পাই নিজেকে ধরে রাখার।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।