বিয়ে করলেন সোহান

প্রকাশিত হয়েছে - 2017-07-01T00:40:52+06:00
আপডেট হয়েছে - 2017-07-01T00:45:41+06:00

বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দীর্ঘদিনের প্রেমিকা তাসনিম ইসলাম লিসার সাথে অবশেষে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
৩০ জুন, শুক্রবার খুলনা শহরের একটি নামকরা ক্লাবে অনুষ্ঠিত হয় সোহান-লিসার বিয়ে। পরিবারের সম্মতিতে দুজনের বাগদান করা হয়েছিল বেশ আগেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক পূর্বে। তখনই বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়।

কনে তাসনিম ইসলাম লিসার বাবা একজন ব্যবসায়ী। সোহানের পরিবারের সাথে আগে থেকেই পরিচিতি তাদের। সোহান ও লিসা দুজনই একইসাথে কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবন পার করেছেন। তাদের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এবং খুলনা নর্দার্ন বিশ্ববিদ্যালয়।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
সিলেট সুপার স্টারসে খেলার মাধ্যমে বড় পর্যায়ের নজরে আসা সোহান মূলত একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। উঠতি এই ক্রিকেটার
ের হয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলের অংশও, যদিও সেবার কোনো ম্যাচ খেলা হয়নি। ২০১৬ সালে টেস্ট ও ২০১৭ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে তার।
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম