বেলিমদের হারিয়ে চ্যাম্পিয়ন জেমকন খুলনা

প্রকাশিত হয়েছে - 2016-09-07T20:15:29+06:00
আপডেট হয়েছে - 2016-09-07T20:15:29+06:00
সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালে জাভেদ ওমর বেলিমের এক্সপো বাংলা অলস্টারস মাস্টার্সকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন জেমকন খুলনা মাস্টার্স। [ম্যাচটির ফটো অ্যালবাম দেখতে এখানে ক্লিক করুন]
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২ টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় ম্যাচটি শুরু হয় দুপুর ২.৩০ মিনিটে। এর ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৮ ওভারে।
আগে ব্যাট করে এক্সপো বাংলা অলস্টার মাস্টার্স ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের হয়ে শুরুতে খেলতে নামা অধিনায়ক জাভেদ ওমর বেলিম ১৭ বলে ২১ রান করেন। এছাড়া সোহেল হোসেন দলের পক্ষে ৩১ বল মোকাবেলা করে সর্বোচ্চ ২৭ রান ও লাবলুর রহমান শেষদিকে মূল্যবান ২৩ রান করেন।
জেমকন খুলনা মাস্টার্সের বোলারদের মধ্যে তাসকিতুল ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। পাশাপাশি মঞ্জুরুল ইসলাম, মুরাদ খান, সুমন শাহা প্রত্যেকে একটি করে উইকেট নিজেদের ঝুলিতে নেন।
১২৫ রানের লক্ষ্যে শুরুটা দারুণ করেন হাবিবুল বাশার ও জামাল বাবু। জুটিতে ২৬ রান যোগ করার পর প্রথম উইকেট বিচ্ছিন্ন হলেও বাকী ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় পায় জেমকন খুলনা।
অলস্টার মাস্টার্সের পক্ষে ফাহিম সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন। তাছাড়া তালহা জুবায়ের সেজান ও মাসুদুর রহমান প্রত্যেকে একটি করে উইকেট নেন।
-ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম