ব্যাংকার্স লিগের শিরোপা জিতল এসসিবি

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2020-03-14T18:51:43+06:00
আপডেট হয়েছে - 2020-03-14T18:51:43+06:00
বেশ ঘটা করে প্রথমবারের মত মাঠে গড়িয়েছিল বসুন্ধরা গ্রুপ প্রেজেন্ট ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি ২০২০, পাওয়ার্ড বাই সাইফ পাওয়াটেক গ্রুপ। এইস এর উদ্যোগে এই টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) হারিয়ে শিরোপা জিতল স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক (এসসিবি)। এছাড়াও প্লেট ফাইনালে জয় পেয়েছে ব্র্যাক ব্যাংক। বোল ফাইনালের শিরোপা ঘরে তুলেছে ইসলামী ব্যাংক।

কর্পোরেট এ যুগে মানুষের দম ফেলানোর ফুরসত কোথায়! সারা সপ্তাহ কাজের মধ্যে ডুবে থেকে ঢাকার রাস্তার ট্রাফিক জ্যাম মারিয়ে ছুটির দিনেও কেউ বিনোদন খোঁজার সাহস দেখান না। সে সব কর্মব্যস্ত মানুষদের জন্যই বিনোদনের পাশাপাশি বাইশ গজে প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছিল বেসরকারি প্রতিষ্ঠান এইস।




মূলত ব্যাংকারদের নিয়ে প্রথমবারের মত মাঠে গড়িয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের এ আসর। দেশের কেন্দ্রীয় ব্যাংক তথা
ব্যাংকের সাথে আরো ১৫টি শীর্ষস্থানীয় ব্যাংক নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয় গত ২৭ জানুয়ারি। যার মিডিয়া পার্টনার হিসেবে ছিলো অনলাইন ক্রিকেট পোর্টাল
বিডিক্রিকটাইম
।
গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রায় দেড় মাস ব্যাপী চলা ব্যাংকার্স লিগের প্রথম আসরের শিরোপা জিতলো এসসিবি। এদিন রাজধানীর গুলশান ইয়্যুথ ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে আমানের ২৭ বলে ৪ চার ও ৬ ছক্কায় করা ৬১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে এসসিবি। ইবিএলের হয়ে একাই ৫ উইকেট নেন মাহমুদুল।





১৬৪ রানের জবাব দিতে নেমে ২৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইবিএল। দলের রান ৫০ ছাড়ানোর আগে ৪র্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ২১ রান করা শাফায়েতুল। ৫ নম্বরে নামা আরাফাত ২৭ বলে ৩৭ রান করে চেষ্টা চালালেও সতীর্থদের ব্যর্থতায় তা যঠেষ্ট হয়নি।
১৯তম ওভারের ৫ম বলে দলীয় ১৩১ রানের মাথায় সর্বশেষ উইকেটটি হারায় ইবিএল। ফলে এসসিবি ৩২ রানে ম্যাচ জিতার পাশাপাশি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে জয়ী ও পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
সংক্ষিপ্ত স্কোর:
এসসিবি:
১৬৩/৯ (২০ ওভার)
আমান ৬১, রিজভী ২৪, সঞ্জয় ২০; মাহমুদুল ৫/১৭।
ইবিএল:
১৩১/১০ (১৮.৫ ওভার)
আরাফাত ৩৭, শাফায়াতুল ২১, শওকত ২০; আহসান ৩/২৫।
ফলাফল:
এসসিবি ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা:
আমান (এসসিবি)
টুর্নামেন্ট সেরা:
মাহমুদুল (ইবিএল)
এর আগে একই ভেন্যুতে প্লেট ফাইনালে মুখোমুখি হয় দুই দল ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া। ম্যাচে আগে ব্যাট করতে নেমে কামালের বোলিং তোপে বড় স্কোর গড়তে পারেনি ব্যাংক এশিয়া। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান করে থামে তারা। মাত্র ৯ রান খরচে ৩ উইকেট নেন কামাল।
ছোট লক্ষ্য তাড়া করতে নামা ব্র্যাক ব্যাংকের কাজ সহজ করে দেন রিজওয়ান, তৌহিদুল, তারেকরা। রিজওয়ান ৪৩, তারেক ২৯ রান করে আউট হলেও ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তৌহিদুল। ২৬ বল ও ৬ উইকেট হাতে রেখে টুর্নামেন্টের প্লেট ফাইনাল চ্যাম্পিয়ন হয় ব্র্যাক ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর:
ব্যাংক এশিয়া:
১২৯/৮ (২০ ওভার)
সদরুল ৪৩, সাইফুল ১৬, মাহমুদুল ১৬; কামাল ৩/৯।
ব্র্যাক ব্যাংক:
১৩৩/৪ (১৫.৪ ওভার)
রিজওয়ান ৪৩, তৌহিদুল ৩৬*, তারেক ২৯; হানিফ ২/৩০।
ফলাফল:
ব্র্যাক ব্যাংক ৬ উইকেটে জয়ী।
এর আগে টুর্নামেন্টের বোল ফাইনালে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক। ফাইনালে এসবিএসি (সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স) ব্যাংককে ৩ রানে হারিয়েছে তারা।
ম্যচে আগে ব্যাট করে অধিনায়ক রশিদের ১৮ বলে ৪০ রানের উপর ভর করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান করে ইসলামী ব্যাংক। জবাবে খুব কাছাকাছি যেয়ে থামে এসবিএসি ব্যাংক। ৭ উইকেটে ৯৩ রান করতে সমর্থ হয় দলটি। তিনে নামা রতন ৩৭ রান করেন। ৯ এ নামা সুমন ৪ বলে ৩ ছক্কায় করেন ১৯ রান। ইসলামী ব্যাংকের পক্ষে ২টি করে উইকেট নেন সাজ্জাদ ও রিদওয়ানুল।
সংক্ষিপ্ত স্কোর:
ইসলামী ব্যাংক:
৯৬/৪ (১০ ওভার)
রশিদ ৪০, তারেক ৩৮, জুবাইর ২৩; ইযবাতুল ১/৫।
এসবিএসি ব্যাংক: ৯৩/৭ (১০ ওভার)
রতন ৩৭, সুমন ১৯*, নিজাম ৯; সাজিদ ২/৮।
ফলাফল:
ইসলামী ব্যাংক ৩ রানে জয়ী।