ব্র্যাথওয়েটকে শাস্তি দিল আইসিসি

প্রকাশিত হয়েছে - 2019-06-28T19:50:15+06:00
আপডেট হয়েছে - 2019-06-29T00:33:42+06:00
তার চেয়ে দুঃখী ক্যারিবিয়ান আপাতত কমই আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে কী অবিস্মরণীয় একটি জয় এনে দিচ্ছিলেন। বিলাসী এক শট খেলতে গিয়ে এলোমেলো হয়ে গেল সব। সর্বশেষ ম্যাচে ভারতের কাছে হেরে নিশ্চিত হল দ্বাদশ বিশ্বকাপ থেকে বিদায়। কার্লোস ব্র্যাথওয়েট সেদিন যদি জয়টা নিশ্চিত করে মাঠ ছাড়তে পারতেন!

ব্র্যাথওয়েটের দুঃখের সময়ে আরও একটি দুঃসংবাদও মিলল। টুর্নামেন্টের রীতি ভেঙে তিনি গুনেছেন ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা। বৃহস্পতিবার (২৭ জুন) ভারতের বিপক্ষে ম্যাচে ঘটে এই ঘটনা।




শুক্রবার (২৮ জুন) এক বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্র্যাথওয়েট। ম্যাচের ৪২তম ওভারে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার কারণেই তাকে পেতে হয়েছে শাস্তি।
আইসিসি জানায়, ‘ভারতের ইনিংসের ৪২তম ওভারে এই ঘটনা ঘটে। তার ডেলিভারিকে ওয়াইডের সংকেত দিলে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করেন ব্র্যাথওয়েট।’





ম্যাচ শেষে ঐ ম্যাচের ম্যাচ রেফারি ক্রিস ব্রড ব্র্যাথওয়েটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। অবশ্য ব্র্যাথওয়েট দোষ মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
তবে মেনে নিতে হয়েছে শাস্তিও। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। নির্দিষ্ট সময় ডিমেরিট পয়েন্টের সীমা স্পর্শ করলে তাকে পেতে হবে নিষেধাজ্ঞার মত বড় শাস্তি। অর্থাৎ, ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তা নির্দিষ্ট ম্যাচে বহিস্কার হওয়ার মত শাস্তি ডেকে আনবে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।