বড় পার্টনারশিপে সমাধান দেখছেন সোহান

প্রকাশিত হয়েছে - 2018-07-08T16:21:16+06:00
আপডেট হয়েছে - 2018-07-08T18:43:48+06:00
দুঃস্বপ্নের অ্যান্টিগা টেস্ট শেষ হওয়ার কথা আজ। তবে
ের ভয়ানক বাজে পারফরম্যান্সে ম্যাচের ইতি ঘটেছে মাত্র তিন দিনেই। অপ্রত্যাশিত ইনিংস ব্যবধানে হারের পর এখন বাংলাদেশ শিবিরে চলছে আলোচনা- কীভাবে ভালো করা যায় আগামী ম্যাচে।
[caption id="attachment_51940" align="aligncenter" width="640"]
নুরুল হাসান সোহান। ছবি: বিডিক্রিকটাইম
[/caption]
১২ জুলাই জ্যামাইকায় শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আর ঐ ম্যাচের আগে কেমন ভাবছে বাংলাদেশ, তা অনেকটাই জানা হয়ে গেল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের একমাত্র হাফ-সেঞ্চুরিয়ান নুরুল হাসান সোহানের মুখ থেকে।
ঘুরে দাঁড়ানোর জন্য সোহানের দৃষ্টি এখন কীভাবে বড় জুটি গড়া যায় সেদিকে। তিনি বলেন,
‘
আমাদের ব্যাটসম্যানদের নিশ্চিত করতে হবে, প্রথম টেস্টের ভুলগুলো তারা দ্বিতীয় টেস্টে করবেন না। আমি মনে করি একটি বা দুটি বড় জুটি হলেই পুরো ম্যাচের চিত্র পাল্টে যেতে পারে। তাই আমাদের মূল লক্ষ্য হবে পার্টনারশিপ গড়া। কিছু বাউন্স উইকেটে থাকবে যেগুলোতে আমরা অভ্যস্ত নই। তবে এমন নয় যে ওগুলো খেলা যাবে না
।’
দলের দুঃসময় দূর করতে সোহান নিজেও করতে চান ভালো, আর সেজন্য প্রেরণা খুঁজে নিচ্ছেন অ্যান্টিগায় ধ্বংসস্তূপে মাথা তুলে দাঁড়ানো থেকেই,
‘
আমাদের মিডল অর্ডারে কিছু বড় পার্টনারশিপ গড়তে হবে, তাহলেই প্রথম টেস্টের হতাশাজনক পারফরম্যান্স থেকে বের হয়ে আসা যাবে।
আমরা আমাদের ব্যাটিং ধ্বস নিয়ে কথা বলেছি। এটা হতাশাজনক ছিল। আমরা প্রথম ইনিংসের পুরোটাই বাজে খেলেছি এবং দ্বিতীয় ইনিংসে দ্রুত কিছু উইকেট হারিয়েছি। দ্বিতীয় ইনিংসে আমি যেভবে ব্যাট করেছি সেটি অব্যাহত রাখার চেষ্টা করব। আগামী দিনগুলোর জন্য এটি আমাকে আত্মবিশ্বাস যুগিয়েছে
।’
সর্বোপরি ভালো করার প্রত্যয় সোহানের কণ্ঠে। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন,
‘শে
ষ টেস্ট ম্যাচটা খুব খারাপ গেছে
।
ইনশা আল্লাহ
,
এখান থেকে যতটুকু ইতিবাচক ব্যাপার নেওয়ার দরকার
,
সেগুলো নিয়ে পরের টেস্টে দল হিসেবে ভালো করার চেষ্টা করব
।’
আরও পড়ুন: ম্যাচ-খরা দূর করতেই ‘এ’ দলে মুস্তাফিজ