██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ভুলভাল আম্পায়ারিংয়ে উত্তপ্ত মিরপুর

ভুলভাল আম্পায়ারিংয়ে উত্তপ্ত মিরপুর

প্রকাশিত হয়েছে - 2018-12-22T21:06:56+06:00

আপডেট হয়েছে - 2018-12-22T22:36:19+06:00

ম্যাচের প্রথম তিন ওভারেই সফরকারী উইন্ডিজ বোলাররা নো আর ওয়াইড দেয় ছয়টি। চতুর্থ ওভার করতে আসেন ওশান থমাস। ঐ ওভারে দুইটি নো বল ডাকেন আম্পায়ার তানভীর আহমেদ। কিন্তু অ্যাকশন রিপ্লেতে দেখা যায় ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার তানভীর আহমেদ। এরপর উত্তপ্ত হয়ে উঠে মিরপুরের পরিবেশ।
ভুলভাল আম্পায়ারিংয়ে উত্তপ্ত মিরপুর
১৯১ রান তাড়া করতে নামা
ের রান ছিল ৩ ওভার ৪ বলে ১ উইকেটে রান ছিল ৪২। এমন সময় ওশান থমাসের বলে মিডউইকেট দিয়ে চার মারেন
। পরে রিপ্লেতে দেখা গিয়েছে নো বল হয়নি সেটি। ফ্রি হিট পেয়ে সেই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করেন লিটন দাস। লং অন দিয়ে হাঁকান ছক্কা। পরের বল ওয়াইড দেন ওশান থমাস। ষষ্ঠ বল নো বল ডাকেন আম্পায়ার তানভীর আহমেদ। সেটি তুলে মারেন লিটন দাস, মিড অফে সহজে তালুবন্দী হয় ক্যাচ। রিপ্লেতে ফের দেখা যায় সেটিও ছিল ভুল সিদ্ধান্ত। বোলার ওশান থমাসের পায়ের কিছু অংশ দাগেই ছিল। তা দেখে সিদ্ধান্তের প্রতিবাদ জানান ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। রিভিউয়ের আবেদন জানাতে থাকেন তিনি। কিন্তু নো বলের জন্য রিভিউয়ের নিয়ম নেই। অন ফিল্ডের দুই আম্পায়ারের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় হয় উইন্ডিজ অধিনায়কের। [caption id="attachment_64704" align="aligncenter" width="548"]
সিরিজের শেষ ম্যাচে বিতর্কিত নো-বলের দৃশ্য।
সিরিজের শেষ ম্যাচে বিতর্কিত নো-বলের দৃশ্য।
[/caption] ঘটনা গড়ায় ম্যাচ রেফারি পর্যন্ত। বাউন্ডারির লাইনের বাইরে গিয়ে উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট কথা বলেন ম্যাচ রেফারি জেফ ক্রো'র সাথে। সেই আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। ম্যাচ রেফারির সাথে কথা শেষ করে মাঠে আসেন উইন্ডিজ অধিনায়ক। এসে কথা বলেন সতীর্থদের সঙ্গে। মাঠে চলে আসেন রিজার্ভ আম্পায়ার। এসে কথা বলেন মাঠের দুই আম্পায়ারের সঙ্গে। নো বলের সিদ্ধান্ত বহাল থাকে। ফ্রি হিট পেয়ে ছক্কা হাঁকান সৌম্য সরকার। এ সিরিজে এর আগেও আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত চোখে পড়েছে। প্রথম টি-২০ তে
ের ব্যাট ছুঁয়ে বল জমা পড়েছিল উইন্ডিজ উইকেটরক্ষকের গ্লাভসে। কিন্তু সেটি দেওয়া হয় ওয়াইড। উইকেটের জন্যও কোনো আবেদনও করেনি উইন্ডিজের ক্রিকেটাররা।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.