██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মাইশুকুরের হার না মানা শতক; অঙ্কনের '৮' রানের আক্ষেপ

মাইশুকুরের হার না মানা শতক; অঙ্কনের '৮' রানের আক্ষেপ
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2021-11-21T17:18:26+06:00

আপডেট হয়েছে - 2021-11-21T17:33:55+06:00

চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ আসরের প্রথম দিনে প্রথম স্তরে শতক হাঁকিয়েছেন মাইশুকুর রহমান। ৮ রানের আক্ষেপে শতক হাতছাড়া করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অপরদিকে, বল হাতে ধারাবাহিকতা বজায় রেখেছেন আল-আমিন হোসেন।
[caption id="attachment_181426" align="aligncenter" width="725"]
মাইশুকুরের হার না শতক; অঙ্কনের '৮' রানের আক্ষেপ
রংপুর বিভাগ বনাম সিলেট বিভাগ :
বিকেএসপির ৪ নং মাঠে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর। রানের খাতা খোলার আগেই বিদায় নেন এক ওপেনার জাহিদ জাভেদ। ১২ বলে ১৩ রান করে সেই পথ ধরেন তানভীর হায়দার। তৃতীয় উইকেটে মাইশুকুরের সাথে ৫৩ রানের জুটি গড়েন নাঈম ইসলাম। ৫৮ বলে ২৭ রান করে এনামুল হক জুনিয়রের বলে বোল্ড হন নাঈম। নাঈমের বিদায়ের পরে ক্রিজে আসেন
। আলোচিত এই ক্রিকেটার ব্যাট হাতে ব্যর্থ হন। ৮ বলে ৩ রান করে আহমেদ আবিদুল হকের বলে বোল্ড হন নাসির। ২১ বলে ১৪ রান করে বিদায় নেন আরিফুল হকও। ৯৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে রংপুর। ষষ্ঠ উইকেটে মাইশুকুরের সাথে বড় জুটি গড়েন ধীমান ঘোষ। তাদের ৯৬ রানের জুটি ভাঙেন এনামুল। ৭৩ বলে ৫৪ রান করে বিদায় নেন ধীমান। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও একটি ছক্কায়। সপ্তম উইকেটে মাইশুকুরের সাথে জুটিতে ৩৭ রানের অবদান রাখেন সোহরাওয়ার্দী শুভ। তাদের জুটি হয় ৭১ রানের। আলাউদ্দিন বাবুকে নিয়ে দিনের শেষ সময়টা পার করেছেন মাইশুকুর। সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখতে দেখতেই তিনি হাঁকিয়েছেন শতক। দিন শেষে ১৩১ রানে অপরাজিত আছেন মাইশুকুর। তার ২৬৪ বলের হার না মানা ইনিংসে আছে ১৪টি বাউন্ডারি। বাবু অপরাজিত আছেন ২৩ বলে ২১ রান নিয়ে। প্রথম দিন ৯০ ওভার শেষে রংপুরের সংগ্রহ ৭ উইকেটে ৩০৪ রান। সিলেটের পক্ষে জয়নুল ইসলাম তিনটি এবং আবিদুল ও এনামুল দুইটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর বিভাগ 
৩০৪/৭ (৯০ ওভার) মাইশুকুর ১৩১*, ধীমান ৫৪, শুভ ৩৭, আলাউদ্দিন ২১*; জয়নুল ৩/৬৩, এনামুল ২/৭৩, আবিদুল ২/৭৫। [caption id="attachment_181425" align="aligncenter" width="750"]
মাহিদুল ইসলাম অঙ্কন
মাহিদুল ইসলাম অঙ্কন[/caption]
ঢাকা বিভাগ বনাম খুলনা বিভাগ:
বিকেএসপির ৩ নং মাঠে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা বিভাগ। আব্দুল মজিদ ও রনি তালুকদারের উদ্বোধনী জুটিতে আসে ৭৯ রান। মজিদকে (৩২ রান) ফিরিয়ে এই জুটি ভাঙেন টিপু সুলতান। ৪৮ রান করা রনিকে শিকার করে খুলনার দ্বিতীয় উইকেটটি এনে দেন সৌম্য সরকার। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়েন তাইবুর রহমান ও অঙ্কন। ৩২ রান করা তাইবুরকে শিকার করেন টিপু। আল-আমিন হোসেনের পেস তোপের সামনে ব্যর্থ হয় ঢাকার মিডল অর্ডার। রাকিবুল হাসান নয় ৪৯ বলে ১৫ রান করে আল-আমিনের বলে এলবিডব্লিউ হন। ৩৬ বলে ২১ রান করে শুভাগত হোম বোল্ড হন আল-আমিনের বলে। সতীর্থদের উইকেট পতন দেখতে দেখতে একপ্রান্ত আগলে রেখে শতকের পথে এগোচ্ছিলেন অঙ্কন। এখানেও আঘাত হানেন আল-আমিন। এই পেসারের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে অঙ্কন থামেন ৯২ রানে। তার ১৯০ বলের ইনিংসটিতে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। নাদিফ চৌধুরী ও সুমন খানের ব্যাটে প্রথম দিন শেষ করেছে ঢাকা বিভাগ। দুইজনই ১০ রান করে অপরাজিত আছেন। নির্ধারিত ৯০ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৬ উইকেটে ২৬৩ রান। খুলনার পক্ষে আল-আমিন তিনটি, টিপু দুইটি এবং সৌম্য একটি উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ
২৬৩/৬ (৯০ ওভার) অঙ্কন ৯২, রনি ৪৮, শুভাগত ২১; আল-আমিন ৩/৩৮, টিপু ২/৭৭, সৌম্য ১/২২।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.