মাসাকাদজার বিদায়ী ম্যাচে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে

Imran HasanEditor
প্রকাশিত হয়েছে - 2019-09-20T21:44:19+06:00
আপডেট হয়েছে - 2019-09-20T21:57:39+06:00
রশিদ খানের জন্মদিনে হ্যামিল্টন মাসাকাদজার বিদায়ী ম্যাচকে জয় দিয়ে রাঙাল জিম্বাবুয়ে। দলটির ৭ উইকেটের জয়ের ফলে শেষ হলো আফগানিস্তানের টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৫ রান করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে মাসাকাদজার ঝড়ে ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে।




রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন ব্রেন্ডন টেলর ও হ্যামিল্টন মাসাকাদজা। ঝড়ো গতিতে রান তুলতে থাকেন বিদায়ী খেলতে নামা মাসাকাদজা। ১৭ বলে ১৯ রান করে টেলর মুজিবের শিকারে পরিণত হলেও খেলায় প্রভাব পড়েনি তার।
২ চার ও ৪ ছক্কায় অর্ধশতক হাঁকিয়ে দলের জয়ের স্বপ্ন মজবুত করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ব্যাট করতে থাকেন রেজিস চাকাভা। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে ৭১ রানে থামেন মাসাকাদজা। দৌলত জাদরানের বলে যতক্ষণে আউট হন ততক্ষণে অবশ্য দলের জয়ের জন্য ভিত গড়ার কাজটা ঠিকই সম্পন্ন করে ফেলেন তিনি।.৪২ বল মোকাবেলায় ৫ ছক্কা ও ৪ চারে ইনিংসটি সাজান তিনি।





অধিনায়কের বিদায়ী ম্যাচ রাঙাতে এরপর এগিয়ে আসেন চাকাভা। তার ৩২ বলের কার্যকরী ৩৯ রানের ইনিংস ও উইলিয়ামসের ২০ রানে ভর করে ৭ উইকেটের জয় পায় দলটি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনার দেখা পায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও হযরতুল্লাহ জাজাই মিলে যোগ করেন ৮৩ রান। ২৪ বলে ৩১ রান করা জাজাইকে আউট করে জিম্বাবুয়েকে প্রথম সাফল্য এনে দেন টিনোতেন্ডা মুতুম্বদজি।
জাজাই ফিরে গেলেও ঝড়ো গতিতে রান তুলতে গুরবাজ। তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। মাইলফলক স্পর্শের পর আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে গিয়ে ঘটে বিপত্তি। উইলিয়ামসের সোজা বল সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। এতে করে থামে তার ৪ চার ও ছক্কায় করা ৪৭ বলের ৬১ রানের ইনিংস।
গুরবাজের বিদায়ের পর ম্যাচে আধিপত্য বিস্তার করে জিম্বাবুয়ের বোলাররা। মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরানদের দ্রুত সাজঘরের পথ ধরান তারা। এতে করে বড় সংগ্রহের পথ থেকে ছিটকে যায় আফগানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের পুঁজি পায় দলটি।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেন ক্রিস এমপোফু। এছাড়া মুতুম্বদজি দুটি; কাইল জার্ভিস ও উইলিয়ামস নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ১৫৫/৫ (২০ ওভার)
গুরবাজ ৬১, জাজাই ৩১, শফিকুল্লাহ ১৬; এমপোফু ৪-০-৩০-৪।
জিম্বাবুয়ে: ১৫৬/৩ (১৯.৩ ওভার)
মাসাকাদজা ৭১, চাকাভা ৩৯, উইলিয়ামস ২১*, টেলর ১৯; ৪-০-২৮-২।
ফলাফল: জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: ক্রিস এমপোফু (জিম্বাবুয়ে)।