মাস্টার্স কাপের ফাইনাল দেখা যাবে চ্যানেল আইয়ে

প্রকাশিত হয়েছে - 2016-09-04T23:14:43+06:00
আপডেট হয়েছে - 2016-09-04T23:14:43+06:00
সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) উঠেছে সাবেক জাতীয় দলের দুই ক্রিকেটার হাবিবুল বাশার সুমনের জেমকন গ্রুপ খুলনা মাস্টার্স এবং জাভেদ ওমর বেলিমের লংকা-বাংলা অল স্টারস মাস্টার্স ক্রিকেট দল। দু'দলের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার মিরপুরের হোম অব ক্রিকেটে।
প্রথমবারের মতো আয়োজন করা এমসিসি টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ের খেলাগুলো সরাসরি না দেখতে পারলেও, ফাইনাল ম্যাচটি টিভি পর্দায় সরাসরি দেখার সুযোগ পাচ্ছে দর্শকরা। চ্যানেল আইয়ের পর্দায় বুধবারের এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করেছে আয়োজক কমিটি।
শুরুতে আসরের ফাইনাল ম্যাচের দিনক্ষণ না জানা থাকলেও শনিবার জানা যায় ৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মাস্টার্স ক্রিকেট কার্নিভালের পর্দা নামার কথা।
উল্লেখ্য, এবারের আসরের ফাইনাল ম্যাচে নিজেদের জায়গা নিশ্চিত করতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে দলগুলোকে।
কনফিডেন্স গ্রুপকে সেমি-ফাইনাল ম্যাচে ১৫ রানের ব্যবধানে হারিয়ে প্রথম আসরের ফাইনাল নিশ্চিত করেছে হাবিবুল বাশারের জেমকন গ্রুপ খুলনা।
অপরদিকে, শিরোপা নির্ধারণী ম্যাচের টিকেট পেতে সেমি-ফাইনালে ভুঁইয়া ঢাকা ডিভিশনকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে জাভেদ ওমর বেলিমের লংকা-বাংলা অল স্টারস মাস্টার্স ক্রিকেট দল।
-ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম