মিজানুর-জুনায়েদের ব্যাটিং নৈপুণ্যে ব্রাদার্সের সহজ জয়

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-03-20T16:31:21+06:00
আপডেট হয়েছে - 2019-03-20T18:17:21+06:00
সাভারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২৪তম ম্যাচে সহজ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকীর বড় দুই ইনিংসে ভর করে প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।

বুধবার (২০ মার্চ) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রানের লড়াকু সংগ্রহ জড়ো করে উত্তরা। দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান তানজিদ হাসান, মোহাইমিনুল খান ও আনিসুল ইসলাম ইমন। তানজিদ ৭৫, অধিনায়ক মোহাইমিনুল ৬৪ এবং ইমন ৫৮ রান করেন। অন্যান্যদের মধ্যে জনি তালুকদার ২৩ ও রেজা আলী দার ১৯ রান করেন।
ব্রাদার্সের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন শরীফউল্লাহ ও চিরাগ জানি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ব্রাদার্স ইউনিয়ন। ব্যাটিং উদ্বোধন করতে নেমে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৬১ রান।
শতক হাঁকানোর পর মিজানুর বিদায় নিলে ভাঙে এই জুটি। ১০টি চার ও ৫টি ছক্কার সহায়তায় ১১৩ বলে ১০৮ রান করেন মিজানুর। তবে জয় পেতে কোনো বিলম্ব হয়নি ব্রাদার্সের। ৫টি চারে ১১২ বলে ৯২ রান করে জুনায়েদ ফেরেন সাজঘরে। তার শতকের আক্ষেপ রেখেই জয় নিশ্চিত করেন ৫৭ রানে অপরাজিত
ও ৯ রানে অপরাজিত চিরাগ জানি।
টপ অর্ডারের দৃঢ়তায় ব্রাদার্স ম্যাচ জিতে যায় ৮ উইকেট ও ১০ বল হাতে রেখেই।
উত্তরার পক্ষে আব্দুর রশিদ ও রাজা আলী দার দুটি করে উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিজানুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরা ২৬৪/৮ (৫০ ওভার)
তানজিদ ৭৫, মোহাইমিনুল ৬৪, ইমন ৫৮
শরীফউল্লাহ ৪৪/২, চিরাগ ৫৭/২
ব্রাদার্স ২৬৭/২ (৪৮.২ ওভার)
মিজানুর ১০৮, জুনায়েদ ৯২, ফজলে মাহমুদ ৫৭
রাজা ৩২/১, রশিদ ৪৫/১
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৮ উইকেটে জয়ী।