মিঠুন ও রাজাকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ায় ক্ষোভ ঝাড়লেন সালাহউদ্দিন

প্রকাশিত হয়েছে - 2022-03-13T14:15:53+06:00
আপডেট হয়েছে - 2022-03-13T14:20:13+06:00
বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুন ও পেসার রেজাউর রহমান রাজাকে। আর এতেই বিরক্ত প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
[caption id="attachment_162139" align="aligncenter" width="640"]

মোহাম্মদ মিঠুন। ফাইল ছবি[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। এবারের লিগে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকায় সফর থাকায় বেশ কজন ক্রিকেটার থাকছেন না।
সর্বশেষ প্রাইম ব্যাংকের দুই ক্রিকেটার
। ব্যাপারটি মেনে নিতে পারছেন না দলটির প্রধান কোচ সালাহউদ্দিন। তিনি মনে করেন ৮ ক্রিকেটার না থাকায় দল চালানো কঠিন হয়ে পড়েছে।
“দেখুন, সবাই জানত যে টেস্ট প্লেয়াররা যাবে, সেভাবেই সবাই দল গঠন করেছে। আমার কাছে মনে হয় দুর্ভাগ্যবশত আমাদের দুটো প্লেয়ার যাদের নিয়ে গেছে তাঁরা কিন্তু কোনো ফরম্যাটেই খেলবে না। এমনিতেই আমাদের ছয়জন ক্রিকেটার নেই। তারমধ্যে যদি আরও দুজন ক্রিকেটার চলে যায় তাহলে আমার জন্য দল দাঁড়ানো করাটা কঠিন।”
তিনি আরও যোগ করেন,
“তাঁরা যদি খেলতে যেত তাহলে ব্যাপারটা ঠিক ছিল। কিন্তু তাঁরা স্কোয়াডেও নেই, শুধু অনুশীলন করতে যাবে। অন্যদলের খেলোয়াড়রাও কিন্তু ছিল তাঁদের নেওয়া হয়নি। শুধু প্রাইম ব্যাংকের দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগেনি।”
[caption id="attachment_145569" align="aligncenter" width="780"]

সালাহউদ্দিন। ফাইল ছবি[/caption]
মিঠুন সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। সেবার ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়ায় তাঁকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়নি। তবে হুট করেই মিঠুনকেই কেনো নিয়ে গেলো? এ ব্যাপারে সালাহউদ্দিন বলেন,
“আমি জানি না। মিঠুন তো শেষ ৬-৭ মাসেও জাতীয় দলের আশেপাশে ছিল না। হঠাৎ করেই চলে গেছে। আলটিমেটলি আমার দলের ৬ জন ক্রিকেটার এমনিতেই নেই, এখন আরও দু’জন যোগ হলো। আমার জন্য কাজটা কঠিন।”
অবশ্য দলের ক্ষতি হলেও পক্ষপাতিত্বের অভিযোগ করছেন না প্রাইম ব্যাংকের এ কোচ। বরং নাঈম শেখকে না নেওয়ায় অবাক হয়েছেন তিনি।
“পক্ষপাতিত্বের কিছু নেই। এখানে নাঈম শেখও ছিল, সে যায়নি কিন্তু মিঠুন ও রাজাকে নিয়ে গেল। আমার কাছে মনে হয় এ ব্যাপারটা একটা দলের জন্য খুবই ক্ষতিকর।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।